শুক্রবার রাতে এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে উত্তর দিনাজপুরের কর্ণজোড়ায়৷ অভিযোগকারিণী ওই গৃহবধুর বাড়ি উত্তর দিনাজপুরের ডালখোলা লাগোয়া বিহারে। অভিযুক্ত স্বামীর বাড়ি করণদিঘি থানা এলাকায়।
আরও পড়ুন: ছেলের দাম ৬০ হাজার, মেয়ের ১৪! মুম্বইয়ে মাদক কিনতে দুই সন্তানকে বেচে দিল দম্পতি
অভিযোগ, বছর খানেক আগে ওই গৃহবধূর বিয়ে হয়। তাঁর স্বামীর অন্য মেয়েদের সঙ্গে সম্পর্কের প্রতিবাদ করায় স্বামী তাকে শারীরিক, মানসিক নির্যাতন শুরু করে বলে অভিযোগ। তার পরেও স্ত্রী প্রতিবাদ করা বন্ধ না করায় তাঁর আপত্তিকর ছবি তার স্বামী সামাজিক মাধ্যমে ভাইরাল করে বলে অভিযোগ।
advertisement
এর পরেই রায়গঞ্জ সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতা৷ কিন্তু পুলিশ কোনও পদক্ষেপ করেনি বলে অভিযোগ করে শুক্রবার রাতে হাতের শিরা কেটে আত্মহত্যার চেষ্টা করেন তিনি৷
ওই গৃহবধূক মায়ের দাবি, শুক্রবারই অভিযুক্ত স্বামী ও তার আইনজীবীর সঙ্গে বসে আলোচনায় বসার জন্য তাঁকে ও তাঁর মেয়েকে থানায় ডেকেছিল পুলিশ৷ কিন্তু সেখানেও তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়৷ এক প্রকার নিরুপায় হয়েই ওই গৃহবধু নিজের হাত কেটে আত্মহত্যার চেষ্টা করেন বলে অভিযোগ৷
এ দিকে এই খবর চাউড় হতেই তীব্র চাঞ্চল্য ছড়ায় পুলিশ প্রশাসনের অন্দরে। খবর পেয়ে রায়গঞ্জ পুলিশ জেলার ডিএসপি ট্রাফিক ও অতিরিক্ত পুলিশ সুপার সহ উচ্চ পদস্থ পুলিশ আধিকারিকরা রায়গঞ্জ সাইবার ক্রাইম থানায় হাজির হন। ওই গৃহবধুর সঙ্গে কথা বলার পর রায়গঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার জানান, ঘটনার যথাযথ তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে৷