ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন ওই মহিলা। বাড়ি ফিরে পরিবারের লোকজনকে গোটা ঘটনা জানান। সঙ্গে সঙ্গেই তাঁরা এলাকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখেন। সেখানেই ধরা পড়ে দুই দুষ্কৃতীর চেহারা ও ছিনতাইয়ের মুহূর্ত। এরপর ফাঁসিদেওয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।
বর্ষায় ঘরে-বাইরে কিলবিল করছে সাপ? দরজার সামনে ছিটিয়ে দিন এই ‘গুঁড়ো’! সুরক্ষিত থাকবে পরিবার ও সন্তান!
advertisement
ঘটনার কথা বলতে গিয়ে নীলিমা সরকার জানান, “প্রতিদিনের মতো আজও সকালে পুজোর ফুল তুলতে গিয়েছিলাম। ফেরার সময় হঠাৎ বাইকে করে দু’জন এসে গলার চেনটা ছিঁড়ে নিয়ে গেল। বুঝে ওঠার আগেই তারা উধাও।”
এখন ঘটনার তদন্তে নেমেছে ফাঁসিদেওয়া থানার পুলিশ। সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে, এলাকায় ছড়িয়েছে ব্যাপক আতঙ্ক। স্থানীয় বাসিন্দারা দ্রুত দুষ্কৃতীদের গ্রেফতার এবং এলাকাজুড়ে নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।