TRENDING:

Crime News: ছিঃ! পরপর তিন কন্যাসন্তান হওয়ার 'অপরাধ', মর্মান্তিক পরিণতি গৃহবধূর... শিউরে উঠছে বাংলা

Last Updated:

অভিযোগ, বৃহস্পতিবার ওই গৃহবধূকে মারধরের পর শ্বাসরোধ করে 'খুন' করা হয়। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সেবক দেবশর্মা, মালদহ: পরপর তিন কন্যা সন্তান হওয়ায় বাপের বাড়ি থেকে টাকা আনার জন্য চাপ। এক লক্ষ টাকা দিতে না পারায় পরিণতি হল অকল্পনীয়। গৃহবধূকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল স্বামীসহ শ্বশুরবাড়ির বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে, মালদা জেলার রতুয়া থানার পাঁচপাড়া কলোনি এলাকায়।
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত গৃহবধুর নাম ছবিনা খাতুন (২৫)। অভিযুক্ত স্বামী আব্দুল হান্নান। সাত বছর আগে মালদহ জেলার রতুয়া থানার আলিপাড়ার বাসিন্দা ছবিনা খাতুনের বিয়ে হয় পাঁচপাড়া কলোনির যুবক আব্দুল হান্নানের সঙ্গে। বিয়ের পরেই প্রথম কন্যাসন্তান জন্ম নেয় তাঁদের পরিবারে। বিষয়টি মনঃপুত হয়নি শ্বশুরবাড়ির। অভিযোগ, তখন থেকেই গৃহবধুর ওপর অত্যাচার শুরু করে স্বামীসহ শ্বশুরবাড়ির সদস্যরা। এরপর পরপর আরও দুই কন্যা সন্তান হলে গৃহবধুর ওপর অত্যাচার আরও বেড়ে যায় বলে অভিযোগ। কেন কোনও পুত্র সন্তান জন্ম দিতে পারেননি, এই প্রশ্নের মুখেও পড়তে হয় তাঁকে। বিষয়টি নিয়ে এলাকায় বিচার সভাও হয়। শেষে বাড়ি থেকে এক লক্ষ টাকা আনার জন্য চাপ দেওয়া হয়।

advertisement

কিন্তু শ্বশুরবাড়ির দাবি মতো ওই টাকা দিতে পারেননি ছবিনা। অভিযোগ, তার জেরেই বৃহস্পতিবার ওই গৃহবধূকে মারধরের পর শ্বাসরোধ করে ‘খুন’ করা হয়।

আরও পড়ুনঃ মা, মা…! চোখের নিমেষে ছিটকে পড়ল ৩ বছরের মেয়ে, মায়ের সামনেই ছিন্নভিন্ন শিশু

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘায় জগন্নাথ মন্দিরে প্রথম অন্নকূট ও গোবর্ধন পুজো, গোলাপের পাপড়িতে মুড়ল মন্দির চত্বর
আরও দেখুন

মৃতের পরিবারের আরও দাবি,  মারধর করার পরেই গৃহবধূকে শ্বাসরোধ করে খুন করে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ফেলে দিয়ে পালিয়ে যায় শ্বশুরবাড়ির লোকেরা। মেয়ের মৃত্যুর খবর দেওয়া হয়নি পরিবারকে। শেষে লোকমুখে মেয়ের মৃত্যুর খবর পান গৃহবধূর বাবা ও পরিবারের সদস্যেরা। শুক্রবার মৃতদেহ ময়নাতদন্ত করা হয়।মৃত গৃহবধূর পরিবারের পক্ষ থেকে অভিযুক্ত স্বামীসহ শ্বশুরবাড়ির বিরুদ্ধে রতুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত শুরু করেছে রতুয়া থানার পুলিশ।  ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট পাওয়ার পরেই মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে জানা যাবে। তারপরেই প্রয়োজনীয় আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Crime News: ছিঃ! পরপর তিন কন্যাসন্তান হওয়ার 'অপরাধ', মর্মান্তিক পরিণতি গৃহবধূর... শিউরে উঠছে বাংলা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল