মহিলার দাবি, ওই ব্যক্তির কথায় বিশ্বাস করে তিনি তাকে সোনার কানের দুল দেন। কিন্তু কিছুক্ষণ পরে কার্যত গায়েব হয়ে যায় ওই ব্যক্তি। অনেক খোঁজাখুজি পরেও সন্ধান মেলেনি তার। এর পরেই মহিলা পুলিশের দ্বারস্থ হন। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার বাস টার্মিনাস সংলগ্ন এলাকায়।
advertisement
অভিযোগকারী মহিলা মুসলিমা খাতুন জানিয়েছেন, দুপুরের ইসলামপুর থানার রাজু বস্তি এলাকা থেকে ব্যাঙ্কে টাকা তুলতে এসেছিলেন তিনি। ব্যাঙ্ক থেকে দুই হাজার টাকা তুলে ইসলামপুর বাস টার্মিনাসে আসেন বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তখন দুইজন অচেনা ব্যক্তি তাঁর সঙ্গে আলাপ করে। মহিলাকে সোনার গয়না দেখানোর নাম করে মোটা অঙ্কের টাকা দেওয়ার কথা বলে।
তাদের কথায় বিশ্বাস করে ওই মহিলা সোনার কানের দুল খুলে দেয়। এরপর ওই সোনার দুল অন্য এক ব্যক্তিকে দেখানোর নাম করে চম্পট দেয় তারা। তার পর থেকে ওই ব্যক্তিদের আরও কোনও হদিশ পাননি ওই গৃহবধূ।
আরও পড়ুন, নজরে মেঘালয়, আজ থেকে ফের তিনদিনের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
আরও পড়ুন, বঙ্গ বিজেপি'র কর্মীদের প্রশংসায় পঞ্চমুখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি!
তাঁর দাবি, গয়নাগুলির আনুমানিক বাজার মূল্য প্রায় ৪০ হাজার টাকা। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ওই মহিলার পরিবারের বাকিদের ঘটনাটি জানান। তার পরে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন তাঁরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
চঞ্চল মোদক