TRENDING:

Crime: 'দিদি, আপনার কানের দুল খুব সু্ন্দর...'! সাড়া দিয়ে বিপাকে গৃহবধূ

Last Updated:

Crime: সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার বাস টার্মিনাস সংলগ্ন এলাকায়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ইসলামপুর: অভিনব কায়দায় সোনার কানের দুল ছিনতাই। এক মহিলা ব্যাঙ্ক থেকে টাকা তুলে বাড়ি ফিরছিলেন। অভিযোগ, সেই সময়ে এক ব্যক্তি আলাপ জমায় তাঁর সঙ্গে। কথায় কথায় ওই মহিলার কানে সোনার দুলের কথাও বলে ওই ব্যক্তি। সেই সঙ্গে এও জানায় যে এই সোনার দুল বিক্রি করলে অনেক টাকা পেতে পারেন ওই মহিলা। সেই সঙ্গে মহিলাকে আরও সোনার গয়না দেখানো হবে বলে জানায় তারা।
অভিযোগকারী মহিলা।
অভিযোগকারী মহিলা।
advertisement

মহিলার দাবি, ওই ব্যক্তির কথায় বিশ্বাস করে তিনি তাকে সোনার কানের দুল দেন। কিন্তু কিছুক্ষণ পরে কার্যত গায়েব হয়ে যায় ওই ব্যক্তি। অনেক খোঁজাখুজি পরেও সন্ধান মেলেনি তার। এর পরেই মহিলা পুলিশের দ্বারস্থ হন। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার বাস টার্মিনাস সংলগ্ন এলাকায়।

advertisement

অভিযোগকারী মহিলা মুসলিমা খাতুন জানিয়েছেন, দুপুরের ইসলামপুর থানার রাজু বস্তি এলাকা থেকে ব্যাঙ্কে টাকা তুলতে এসেছিলেন তিনি। ব্যাঙ্ক থেকে দুই হাজার টাকা তুলে ইসলামপুর বাস টার্মিনাসে আসেন বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তখন দুইজন অচেনা ব্যক্তি তাঁর সঙ্গে আলাপ করে। মহিলাকে সোনার গয়না দেখানোর নাম করে মোটা অঙ্কের টাকা দেওয়ার কথা বলে।

advertisement

তাদের কথায় বিশ্বাস করে ওই মহিলা সোনার কানের দুল খুলে দেয়। এরপর ওই সোনার দুল অন্য এক ব্যক্তিকে দেখানোর নাম করে চম্পট দেয় তারা। তার পর থেকে ওই ব্যক্তিদের আরও কোনও হদিশ পাননি ওই গৃহবধূ।

আরও পড়ুন, নজরে মেঘালয়, আজ থেকে ফের তিনদিনের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

আরও পড়ুন, বঙ্গ বিজেপি'র কর্মীদের প্রশংসায় পঞ্চমুখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি!

advertisement

তাঁর দাবি, গয়নাগুলির আনুমানিক বাজার মূল্য প্রায় ৪০ হাজার টাকা। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ওই মহিলার পরিবারের বাকিদের ঘটনাটি জানান। তার পরে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন তাঁরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

চঞ্চল মোদক

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Crime: 'দিদি, আপনার কানের দুল খুব সু্ন্দর...'! সাড়া দিয়ে বিপাকে গৃহবধূ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল