আরও পড়ুন: রাজ্যে এবার নয়া প্রকল্প ‘আলোশ্রী’, ট্যুইটে ঘোষণা মুখ্যমন্ত্রীর
ভিন রাজ্যে শ্রমিকের কাজ করতেন বছর বিয়াল্লিশের শের মহম্মদ। স্ত্রী আজিমা বিবি ছেলেমেয়েকে নিয়ে কালিয়াচকের নাজিরপুরের বাড়িতেই থাকতেন। অভিযোগ, স্বামীর অনুপস্থিতিতে প্রতিবেশী মুর সেলিম হকের সঙ্গে সম্পর্কে জড়ান আজিমা। ইদ উপলক্ষে কয়েকদিন আগেই বাড়ি ফিরেছিলেন শের। তারপর থেকেই দু'জনের মধ্যে অশান্তি শুরু হয়। সোমবার সকালে শোওয়ার ঘরে উদ্ধার হয় শেরের দেহ। পরিবারের অভিযোগ, আজিমা ও তাঁর প্রেমিকই শেরকে শ্বাসরোধ করে খুন করেছে।
advertisement
আরও পড়ুন: PNB Fraud Case: নীরব মোদিকে পাওয়া গিয়েছে! হাতে চাইল সিবিআই
গ্রামবাসীর দাবি, বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে আগেও আজিমা ও সেলিমকে সতর্ক করা হয়েছিল। কিন্তু কোনও লাভ হয়নি। এদিকে, এই ঘটনার পর থেকেই বেপাত্তা সেলিম। পরিবারের অভিযোগের ভিত্তিতে আজিমাকে আটক করে জেরা করছে কালিয়াচক থানার পুলিশ।
আরও পড়ুন: ‘ইংলিশ ভিংলিশ’-এর অভিনেত্রী সুজাতা কুমার প্রয়াত