PNB Fraud Case: নীরব মোদিকে পাওয়া গিয়েছে! হাতে চাইল সিবিআই
Last Updated:
নীরব মোদির বিরুদ্ধে ইতিমধ্যেই রেড কর্নার নোটিশ জারি করেছে ইন্টারপোল৷ নীরব মোদি ও তাঁর কাকা মেহুল চোকসির বিরুদ্ধে ইচ্ছাকৃত ঋণখেলাপি ও ব্যাঙ্ক জালিয়াতি মামলায় চার্জশিট পেশ করে দিয়েছে সিবিআই৷
#নয়াদিল্লি: অবশেষে খোঁজ মিলল নীরব মোদির৷ পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক থেকে ১৩ হাজার ৪০০ কোটি টাকার বেশি ঋণ নিয়ে পালিয়ে যাওয়া হিরে ব্যবসায়ী নীরব মোদি রয়েছেন ব্রিটেনেই৷ ভারতকে তাঁর অবস্থান নিশ্চিত করল ব্রিটেন৷
আরও পড়ুন: নীরব মোদি গ্রেফতারে পদক্ষেপ পিএনবির
ব্রিটেন এই খবর নিশ্চিত করতেই নীরবকে ভারতে আনতে ব্রিটেনকে প্রত্যর্পণ আবেদন পাঠাল সিবিআই৷ সিবিআই চায়, নীরব মোদিকে ভারতের হাতে তুলে দিক ব্রিটেন৷
United Kingdom authorities have confirmed that Nirav Modi is in the U.K and CBI has moved an extradition request through proper channels: CBI pic.twitter.com/dZrXkqERhk
— ANI (@ANI) August 20, 2018
advertisement
advertisement
সোমবারই প্রত্যর্পণের আবেদন পাঠিয়েছে সিবিআই৷ একই সঙ্গে নীরবকে আটক করার জন্য ব্রিটেন প্রশাসনের কাছে আর্জি জানানো হয়েছে৷
আরও পড়ুন: চিন : নীরব মোদিকে গ্রেফতার করতে পারে হংকং
নীরব মোদির বিরুদ্ধে ইতিমধ্যেই রেড কর্নার নোটিশ জারি করেছে ইন্টারপোল৷ নীরব মোদি ও তাঁর কাকা মেহুল চোকসির বিরুদ্ধে ইচ্ছাকৃত ঋণখেলাপি ও ব্যাঙ্ক জালিয়াতি মামলায় চার্জশিট পেশ করে দিয়েছে সিবিআই৷
advertisement
আরও পড়ুন: নীরব মোদিকে গ্রেফতার করতে ইউরোপীয় দেশগুলির সাহায্য নেবে কেন্দ্র
view comments২০১১ সাল থেকে শুরু হওয়া পিএনবি জালিয়াতি কাণ্ড নজরে আসে চলতি বছরের জানুয়ারিতে৷ ততদিনে দেশ ছেড়ে পালিয়ে যান নীরব মোদি ও মেহুল চোকসি৷ এই মামলায় দেশজুড়ে ২৬০টি সার্চ অপারেশন চালিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি৷
Location :
First Published :
August 20, 2018 1:46 PM IST