আরও পড়ুন : যাত্রীদের জন্য সুখবর! সোমবার থেকে দিনরাতের ব্যস্ত সময়ে নোয়াপাড়া-কবি সুভাষ রুটে বাড়তি মেট্রো! জানুন সময়সূচি
গরুমারা বন্যপ্রাণ বিভাগের ডি.এফ. ও- এ বিষয়ে জানান, ‘‘হাতির সঙ্গে মানুষের সংঘাত থেকে দূরে রাখতে কিছু নতুন উপায় ভাবা হয়েছে। হাতির পালের আরও হাতির গলায় রেডিওকলার পরানোর প্রস্তাব তার মধ্যে একটি।” আগে, একটি হাতির গলায় রেডিওকলার পরানো হয়েছিল, কিন্তু এবার পুরো পালের ওপর নজর রাখতে আরও হাতির গলায় এই রেডিও কলার পড়ানোর পরিকল্পনা নেওয়া হয়। কীভাবে কাজ করবে এই রেডিও কলার? রেডিও কলারের মাধ্যমে বনদফতরের কর্মকর্তারা হাতির গতিবিধি বুঝতে পারবেন, কোথায় চলে যাচ্ছে, কখন এবং কীভাবে লোকালয়ে ঢুকছে। রেডিওকলারের মাধ্যমে খুব সহজেই হাতির গতিবিধি ট্র্যাক করা যাবে, এবং স্থানীয় প্রশাসনও দ্রুত ব্যবস্থা নিতে পারবে। এই উদ্যোগের ফলে মানুষের সঙ্গে হাতির সংঘাত অনেকটাই কমবে এবং স্থানীয় মানুষের জীবন হয়ে উঠবে আরও নিরাপদ, এমনটাই আশাবাদী বনদফতর।
advertisement