ইংরেজবাজারের যদুপুর-২ গ্রাম পঞ্চায়েতের রায়পাড়া এলাকায় নিজের উঠোনে উদ্ধার হয় চাঁদ রায় ওরফে জিতেনের (৪২) মৃতদেহ। গ্রামবাসীদের অভিযোগ, তাঁকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে এবং এই ঘটনায় অভিযুক্ত তাঁর প্রথম পক্ষের স্ত্রী ও দুই ছেলে। কারণ, দিনকয়েক আগেই পরিবারকে কিছু না জানিয়ে দ্বিতীয় বিয়ে করেন তিনি। দ্বিতীয় পক্ষের স্ত্রীকে পাড়াতেই এক বাড়িতে থাকার ব্যবস্থা করে। এই নিয়ে গত কয়েকদিন ধরেই পারিবারিক অশান্তি চলছিল। শনিবার রাতে সেই অশান্তি চরম আকার নেয়। বেশি রাত পর্যন্ত বাড়িতে হাতাহাতি, মারামারি, গালিগালাজ করার আওয়াজ পান প্রতিবেশীরা। এদের মধ্যে কেউ কেউ বিবাদ মেটাতেও যান। কিন্তু, তাতে কোনও কাজ হয়নি। এরপর রবিবার সকালে ঘরের সামনে বাড়ির উঠোনে মৃত অবস্থায় পাওয়া যায় চাঁদ রায়কে। জিজ্ঞাসাবাদের জন্য প্রথম পক্ষের স্ত্রীকে আটক করা হয়েছে।
advertisement
আরও পড়ুন: রাতে দাউ দাউ আগুন শতাব্দীপ্রাচীন বাড়ির একাংশে, ষড়যন্ত্রের অভিযোগ ঘরহারাদের!
দ্বিতীয় পক্ষের স্ত্রীর অভিযোগ, তাঁদের বিয়ের পর থেকেই নিয়মিত অত্যাচার করা হত জিতেনকে। শনিবার রাতেও বেধড়ক মারধর করা হয়েছে৷ যদিও মৃতের এক ছেলের দাবি, মদ্যপ অবস্থায় মাকে গালিগালাজ করায় বাবাকে হাত-পা বেঁধে রাখা হয়েছিল। এরপর সকালে ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তবে খুনের অভিযোগ সঠিক নয় বলে দাবি ছেলের। পুলিশ জানিয়েছে, মৃতদেহের ময়না তদন্তের পরে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এরপরেই প্রয়োজনীয় আইনি পদক্ষেপ করা হবে।