TRENDING:

রাস্তার দোকানে চা বানালেন মহুয়া মৈত্র, ক্য়াপশনে ঠুকলেন কাকে? দেখুন ভিডিও

Last Updated:

ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে মহুয়া মৈত্র লিখেছেন, "চা বানানোর চেষ্টা করলাম... কে জানে এই চায়ের জন্য কোথায় পৌঁছে যাই.."

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#উত্তরবঙ্গ: এর আগে এমন দৃশ্য প্রায়ই দেখেছে বঙ্গবাসী। তখন মুখ্য ভূমিকায় ছিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তাঁরই দলের অন্যতম মহিলা মুখ মহুয়া মৈত্রকেও দেখা গেল সেই ভূমিকায়। শীতের রাতে রাস্তার ধারে চায়ের দোকানে জমিয়ে চা বানালেন সাংসদ। তারপর সেই ভিডিও শেয়ারও করলেন। হুহু করে ভাইরালও হল সেই ভিডিও। কিন্তু, রাজনীতির কারবারিদের নজর এদিকে আটকে গিয়েছে ভিডিওর ক্যাপশনে। কী এমন লিখলেন মহুয়া?
advertisement

বর্তমানে নিজেরই লোকসভা কেন্দ্র কৃষ্ণনগরে রয়েছেন সাংসদ। গত বুধবার সেখানকারই একটি চায়ের দোকানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন তিনি।

ভিডিয়োয় দেখা যায়, চায়ের সসপ্যানে চিনি দিচ্ছেন মহুয়া। তাঁকে ঘিরে জনতার ভিড়।

advertisement

ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে মহুয়া মৈত্র লিখেছেন, "চা বানানোর চেষ্টা করলাম... কে জানে এই চায়ের জন্য কোথায় পৌঁছে যাই.."

কৃষ্ণনগরের সাংসদের এ হেন ক্যাপশন পড়ে সোশ্যাল মিডিয়ায় অনেকেই মনে করছেন, নাম না করে মহুয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করেননি তো!

আরও পড়ুন: স্বপ্নের মতো শহরের আয়ু আর মাত্র কটা দিন! ধ্বংসের পিছনে কারণ জানলে অবাক হবেন

advertisement

কে না জানে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছোটবেলায় চা পৌঁছে দেওয়ার কাজ করতেন। তিনি নিজেও মাঝেমাঝে নিজেকে 'চায়ওয়ালা' বলে উল্লেখ করে থাকেন।

মহুয়ার পোস্টের নীচে এক নেটিজেন কমেন্ট করেন, "তবে কি, উনি ভারতের দ্বিতীয় মহিলা প্রধানমন্ত্রী হওয়ার দিকে এগোচ্ছেন?"

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

গত বুধবারই বঙ্গে লঞ্চ করা হয়েছে "দিদির সুরক্ষাকবচ" কর্মসূচি। এদিন সেই উপলক্ষেই নিজের লোকসভা কেন্দ্রে গিয়েছিলেন মহুয়া। এই কর্মসূচির মাধ্যমে আগামী ৬০ দিনে ১১ কোটি মানুষের কাছে পৌঁছবেন তৃণমূলের প্রতিনিধিরা।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
রাস্তার দোকানে চা বানালেন মহুয়া মৈত্র, ক্য়াপশনে ঠুকলেন কাকে? দেখুন ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল