বর্তমানে নিজেরই লোকসভা কেন্দ্র কৃষ্ণনগরে রয়েছেন সাংসদ। গত বুধবার সেখানকারই একটি চায়ের দোকানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন তিনি।
ভিডিয়োয় দেখা যায়, চায়ের সসপ্যানে চিনি দিচ্ছেন মহুয়া। তাঁকে ঘিরে জনতার ভিড়।
advertisement
ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে মহুয়া মৈত্র লিখেছেন, "চা বানানোর চেষ্টা করলাম... কে জানে এই চায়ের জন্য কোথায় পৌঁছে যাই.."
কৃষ্ণনগরের সাংসদের এ হেন ক্যাপশন পড়ে সোশ্যাল মিডিয়ায় অনেকেই মনে করছেন, নাম না করে মহুয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করেননি তো!
আরও পড়ুন: স্বপ্নের মতো শহরের আয়ু আর মাত্র কটা দিন! ধ্বংসের পিছনে কারণ জানলে অবাক হবেন
কে না জানে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছোটবেলায় চা পৌঁছে দেওয়ার কাজ করতেন। তিনি নিজেও মাঝেমাঝে নিজেকে 'চায়ওয়ালা' বলে উল্লেখ করে থাকেন।
মহুয়ার পোস্টের নীচে এক নেটিজেন কমেন্ট করেন, "তবে কি, উনি ভারতের দ্বিতীয় মহিলা প্রধানমন্ত্রী হওয়ার দিকে এগোচ্ছেন?"
গত বুধবারই বঙ্গে লঞ্চ করা হয়েছে "দিদির সুরক্ষাকবচ" কর্মসূচি। এদিন সেই উপলক্ষেই নিজের লোকসভা কেন্দ্রে গিয়েছিলেন মহুয়া। এই কর্মসূচির মাধ্যমে আগামী ৬০ দিনে ১১ কোটি মানুষের কাছে পৌঁছবেন তৃণমূলের প্রতিনিধিরা।