সকাল থেকেই রৌদ্রজ্জ্বল আবহাওয়া শৈলশহর দার্জিলিংয়ে (Darjeeling Weather Update)। ম্যালের ভিউ পয়েন্ট থেকেই ঝা চকচকে কাঞ্চনজঙ্ঘা দর্শন। মুগ্ধ পাহাড়ে বেড়াতে আসা পর্যটকেরা। ঘুমন্ত বুদ্ধ দর্শনে মোহিত পর্যটকদের কথায়, এর আগে দার্জিলিংয়ে এলেও এমন সুন্দর আবহাওয়া পাওয়া যায়নি। কনকনে ঠান্ডাকে উপেক্ষা করেই চলে সান রাইজ দেখার ভিড়। দিনভর ঠাসা ঘোরার কর্মসূচি রইলেও ম্যালে আসা চাইই পর্যটকদের। কাঞ্চনজঙ্ঘাকে পিছনে রেখে সেলফি তোলার হিড়িকও পড়ে যায় (Darjeeling Weather)।
advertisement
পৌষের শুরুতেই জাঁকিয়ে শীতে কাঁপছে রাজ্য। বিক্ষিপ্ত ঘন কুয়াশা উত্তরবঙ্গে। কলকাতায় পরিষ্কার আকাশ। সকালেই জমিয়ে শীতের আমেজ। আগামী কয়েকদিন শীতের প্রভাব আরও বাড়বে। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
আরও পড়ুন-ঠান্ডা ক্রমশই বাড়ছে ! শীতে জবুথবু রাজ্যবাসী, আগামী কয়েকদিন আবহাওয়ার কী পূর্বাভাস?
আজকের (২০ ডিসেম্বর, ২০২১) সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস )
- বীরভূম- ৭.১
- মেদিনীপুর- ৯.৫
- দার্জিলিং- ৩.৫
- দিঘা- ৯.৬
- ক্যানিং- ৯
- বর্ধমান- ৮.৬
- বাঁকুড়া- ৮.৯
- আসানসোল- ৯.৫
বাংলা জুড়েই শীতের প্রভাব। গত কয়েকদিন ধরে ১৪ ডিগ্রির কাছাকাছি কলকাতার তাপমাত্রা। জেলার তাপমাত্রা ১১ ডিগ্রির নিচে নেমে গিয়েছে। উত্তরবঙ্গে আরও কম তাপমাত্রা। রীতিমতো শীতের স্পেল চলছে বাংলা জুড়ে । অবাধ উত্তুরে হাওয়া। পশ্চিমী ঝঞ্ঝা সরে গেলেই আরো নামবে তাপমাত্রা। পৌষের শুরুতেই জাঁকিয়ে শীতের স্পেল আসতে চলেছে। আগামিকাল মঙ্গলবার তাপমাত্রা আরও দুই থেকে তিন ডিগ্রি কমতে পারে বাংলায়।
এদিকে আগামী কয়েকদিন ঘন কুয়াশা হবে রাজধানী দিল্লি, পঞ্জাব, হরিয়ানা এবং চন্ডিগড়ে। ঘন কুয়াশার সর্তকতা অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরাতে। কুয়াশা হবে বিহার ঝাড়খন্ড এবং পূর্ব ও উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও।
আরও পড়ুন-‘Alexa’-র মাধ্যমে ৩ বছরের শিশু অনলাইনে যা অর্ডার করল, দেখে সবারই চক্ষু চড়কগাছ !
গ্রাউন্ড ফ্রস্টের পরিস্থিতি পঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড় এবং উত্তর রাজস্থানে। আগামী কয়েকদিনে ৫ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে মধ্য ভারতের রাজ্যগুলি-তে। উত্তর-পশ্চিম ভারত ও মহারাষ্ট্রের তাপমাত্রা ৩ ডিগ্রি নামার সম্ভাবনা। পূর্ব ভারতের রাজ্যগুলিতে ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা নামতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের।