উত্তরবঙ্গের আবহাওয়া:
উত্তরবঙ্গে দুর্যোগ কিছুটা কমবে। অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আর নেই। মঙ্গলবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনাও থাকবে না। আজ, সোমবারে ভারী বৃষ্টির সম্ভাবনা আলিপুরদুয়ার জেলাতে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা সব জেলাতেই সঙ্গে দমকা হাওয়া বইবে। ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা হাওয়া বইবে।
advertisement
মঙ্গলবারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি বেশিরভাগ জেলাতে। মালদহ ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে ৷ বজ্রপাতের আশঙ্কাও থাকবে সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা বাতাস বইবে। বুধ ও বৃহস্পতিবার কিছু জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। শুক্রবার দু-এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই বললেই চলে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া:
আজ, সোমবার এবং আগামিকাল, মঙ্গলবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। বেশিরভাগ জেলাতে বৃষ্টির সম্ভাবনা থাকবে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। সোমবার বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলাতে।
বুধবার বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হবে কলকাতা-সহ কিছু জেলাতে। কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং উত্তর দক্ষিণ ২৪ পরগনা জেলাতে বজ্রবিদ্যুতের সম্ভাবনা বেশি থাকবে।
বৃহস্পতিবার বৃষ্টি আরও কমবে ৷ দক্ষিণবঙ্গের কিছু জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা অবশ্য থাকবে। শুক্রবারেও বৃষ্টির সম্ভাবনা কম থাকবে।