TRENDING:

আবাস থেকে পানীয় জল, শিশুদের বৃত্তি থেকে ওভারব্রিজ; চা বলয়ের ভোটে ইস্তাহারে দুই দলের অস্ত্র উন্নয়ন

Last Updated:

ইস্তাহার জুড়ে নানা পরিকল্পনা শাসক-বিরোধী উভয়ের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আবীর ঘোষাল, কলকাতা: মাদারিহাট নিয়ে ইস্তাহার প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। বাংলা, হিন্দি ভাষায় প্রকাশ করা হল ইস্তাহার। গয়েরকাটা থানা, বীরপাড়া দূষণমুক্ত, মাদারিহাট হাসপাতালের উন্নতি। চা সুন্দরী তো বেশি জোর। ‘গত সাড়ে আট বছরে বিজেপি বিধায়ক কাজ করেননি। একবার সুযোগ দিন। না হলে ২৬ বদলে দেবেন ৷’ ইস্তাহার নিয়ে এমনটাই প্রচারে তৃণমূল।
চা বলয়ের ভোটে ইস্তাহারে দুই দলের অস্ত্র উন্নয়ন
চা বলয়ের ভোটে ইস্তাহারে দুই দলের অস্ত্র উন্নয়ন
advertisement

চা-বাগানের বাসিন্দাদের পাশে থাকার আশ্বাস। বিশুদ্ধ পানীয় জল ও এলিফ্যান্ট করিডর উল্লেখিত ইস্তাহারে। বিন্নাগুড়ি টাউনে গ্রামীণ হাসপাতাল ও মাদারিহাট কলেজ ইস্তাহারে আনল তৃণমূল কংগ্রেস। পিছিয়ে নেই বিজেপি শিবির। লাগাতার আট বছর ধরে চা বলয়ের এই বিধানসভা আসন তাদের দখলে রয়েছে ৷ সেই আসন ধরে রাখতে তারাও ইস্তাহার প্রকাশ করেছে৷ সেখানে স্কুল, স্বাস্থ্যকেন্দ্র-সহ একাধিক বিষয় উল্লেখিত হয়েছে।

advertisement

আরও পড়ুন– থাকবে কুয়াশা, এখনই শীতের আমেজ মিলবে না বাংলায়, জেনে নিন আবহাওয়ার আপডেট

আগামী ১৩ নভেম্বর রাজ্যের ছয় আসনে বিধানসভা উপনির্বাচন। এই ভোটে অন্যতম নজরকাড়া কেন্দ্র হল মাদারিহাট। বিজেপির লক্ষ্য এই আসন ধরে রাখা। আর তৃণমূলের লক্ষ্য এই আসনে প্রথমবার জয় ৷ সব মিলিয়ে এই বিধানসভা ভোটকে ঘিরে সরগরম চা বলয়ের রাজনীতি।ইতিমধ্যেই দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা এবং আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গা-সহ একদল বিজেপি নেতা, মাদারিহাটের নির্বাচনী অফিসে ইস্তাহারটি প্রকাশ করেছেন।

advertisement

প্রায় ২৪ টি চা বাগান মাদারিহাট বিধানসভা অংশ। ফলে উভয় রাজনৈতিক দল চা বাগানের বাসিন্দাদের মন জয়ের চেষ্টা করেছেন। বিজেপির ইস্তাহারে উল্লেখ রয়েছে, ‘‘বীরপাড়ায় রেলওয়ে লেভেল ক্রসিংয়ে রোড ওভারব্রিজ নির্মাণ করব। এটি মাদারিহাটের বীরপাড়া শহরে যানজট কমাতে সাহায্য করবে,” জানিয়েছেন রাজু বিস্তা, যিনি আবার বিজেপির জাতীয় মুখপাত্রও।

আরও পড়ুন– নতুন এই ওয়েব সিরিজ দেখেছেন? ৬.৮ রেটিং রয়েছে, একবার দেখলে ‘পঞ্চায়েত’ ভুলে যাবেন

advertisement

স্থানীয় রেলওয়ে স্টেশনের (দলগাঁও) পাশে লেভেল ক্রসিংয়ে একটি সড়ক ওভারব্রিজ বীরপাড়াবাসীর দীর্ঘদিনের দাবি। ডুয়ার্স রুটে ট্রেন চলাচলের অনুমতি দেওয়ার জন্য লেভেল ক্রসিং গেটগুলি প্রায়শই বন্ধ থাকায় প্রতিদিন হাজার হাজার লোককে এলাকাটি অতিক্রম করতে সমস্যার সম্মুখীন হতে হয়। ইস্তাহারে বিজেপি ন্যায্য চা মজুরি এবং বোনাস, চা শিল্পে শ্রম কোড বাস্তবায়ন এবং শিশুদের জন্য বৃত্তির প্রতিশ্রুতি দিয়েছে। বিস্তা জানান, ‘‘আমরা চা শ্রমিক এবং বন গ্রামবাসীদের জন্য জমির অধিকার এবং বাড়ি দেওয়ার জন্যও কাজ করব ৷’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

ওদিকে তৃণমূলের দাবি, ‘‘২০১৪ সাল থেকে যখন নরেন্দ্র মোদি কেন্দ্রে ক্ষমতায় এসেছিলেন তখন থেকে চা শ্রমিক এবং তাদের পরিবারের জন্য কিছুই করেনি, পরিবর্তে, বাংলার তৃণমূল সরকার চা শ্রমিকদের জন্য অনেক কিছু করেছে, বিনামূল্যে বাড়ির জমির অধিকার প্রদান থেকে নিয়মিত চা মজুরি বাড়ানো পর্যন্ত। ভোট টানার জন্য আবারও খালি প্রতিশ্রুতি দিচ্ছেন বিজেপি নেতারা। তারা জানেন যে তারা মাদারিহাট ধরে রাখতে পারবেন না ৷’’ পাল্টা এমনটাই তোপ দেগেছেন আলিপুরদুয়ারের তৃণমূল জেলা সভাপতি তথা সাংসদ প্রকাশ চিক বরাইক। বিজেপির ইস্তাহারে যে অন্যান্য বিষয়গুলি উল্লেখ করেছে তার মধ্যে রয়েছে মেয়েদের জন্য একটি নতুন হিন্দি-মাধ্যম হাইস্কুল এবং বীরপাড়ার রাজ্য জেনারেল হাসপাতালে উন্নত চিকিৎসা সুবিধা।

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
আবাস থেকে পানীয় জল, শিশুদের বৃত্তি থেকে ওভারব্রিজ; চা বলয়ের ভোটে ইস্তাহারে দুই দলের অস্ত্র উন্নয়ন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল