কিন্তু বাড়ি ফিরতে দেরি করায় সন্দেহ হয় ওই ছাত্রীর বাবা মায়ের। এরপর হন্তদন্ত হয়ে গৃহ শিক্ষকের বাড়িতে এলে দুজনকেই আপত্তিজনক অবস্থায় দেখতে পান। বিষয়টি জানাজানি হতেই এলাকার বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। অভিযুক্ত গৃহশিক্ষকের বাড়িতে চড়াও হয় উত্তেজিত জনতা।
আরও পড়ুন: পেট্রোল পাম্পে আটকানো হল ট্রাক, ভিতকে একশোটা পেটি! যা মিলল, চক্ষু চড়কগাছ
advertisement
শুরু হয় বেধড়ক মারধর। পরিস্থিতি বেগতিক দেখে এলাকার একটি বাড়িতে গা ঢাকা দেয় অভিযুক্ত যুবক। খবর পেয়ে ছুটে আসে কালিয়াগঞ্জ থানার পুলিশ। পরে স্থানীয় মানুষদের সহযোগিতায় স্থানীয় এক বাড়ি থেকে অভিযুক্ত রুঘুনাথ রায়কে আটক করে পুলিশ।
আরও পড়ুন: রেকর্ড-রেকর্ড-রেকর্ড! শুরু হতেই তাক লাগিয়ে দিল পদ্মা সেতু! কী হল জানেন?
এই ঘটনায় নির্যাতিতা ছাত্রীর পরিবারের পক্ষ থেকে কালিয়াগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী ও ছাত্রীর পরিবার। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।