রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রসঙ্গ তুলে রাজ্যপালের প্রবল সমালোচনা করেন বিরোধী দলনেতা৷ এখানেই শেষ নয়, পশ্চিমবঙ্গে ৩৫৫ ধারা লাগু করা নিয়েও জোড়াল সওয়াল করেন তিনি৷
এদিন ধূপগুড়িতে পঞ্চায়েতের প্রচারসভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হন শুভেন্দু৷ সেখানেই তিনি রাজ্যপালের বাসন্তী যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘‘উনি যে উদ্যোগ নিয়েছেন তা ভাল। কিন্তু তাতে কোনও লাভ হবে না। শুধু ছবি তোলাই হবে। বাংলার আইন-শৃঙ্খলার যা পরিস্থিতি প্রতিদিন যেভাবে খুন, বোমা বিস্ফোরণ মানুষের প্রাণহানি হচ্ছে তাতে ওঁর অবিলম্বে ফ্লাইট বুক করে দিল্লিতে গিয়ে বাংলায় ৩৫৫ লাগুর ব্যাপারে কেন্দ্রকে বলা উচিত।’’
advertisement
এর আগেও নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে নিয়োগ করা নিয়ে রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে নিশানা করেছিলেন শুভেন্দু অধিকারী। বলেছিলেন, রাজীব সিনহা সম্পর্কে আরও খোঁজখবর নিয়ে নাম চূড়ান্ত করা উচিত ছিল রাজ্যপালের। কিন্তু তিনি তা না করে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ রাজীব সিনহাকেই বেছে নেন বলে অভিযোগ করেছিলেন শুভেন্দু।