West Bengal Panchayat Election 2023 Voting (পশ্চিমবঙ্গ পঞ্চায়েত নির্বাচনের 2023) LIVE Updates
জানা গিয়েছে, এবারে ভোট কর্মীদের কিট ব্যাগে থাকছে কার্বলিক অ্যাসিড এবং টর্চ৷ সঙ্গে দৃষ্টি আকর্ষণ করেছে আরও একটি অভিনব বিষয়৷ তা হল ব্যালট বাক্সে থাকা QR কোড। কিন্তু, হঠাৎ ব্যালট বাক্সে QR কোড কেন?
advertisement
প্রশাসন সূত্রের খবর, প্রায় প্রত্যেক পঞ্চায়েত নির্বাচনেই কোনও না কোনও ভোটকেন্দ্র থেকে ব্যালট বাক্স ছিনতাইয়ের অভিযোগ ওঠে৷ কখনও কখনও ব্যালট পেপার বিকৃত করার অভিযোগও জানান বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা৷
সেক্ষেত্রে, ব্যালট বাক্সে QR কোড থাকলে জানা যাবে, কোন এলাকার ব্যালট বাক্স ছিনতাই করা হয়েছে, অথবা কোথায় ভোটে গরমিলের অভিযোগ উঠছে৷ অর্থাৎ, ভোট প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতেই এই ব্যালট বাক্স প্রতি QR কোড রাখার পরিকল্পনা৷
ভোটকর্মীরা বিষয়টিকে স্বাগত জানিয়েছেন৷ তাঁরা জানাচ্ছেন, এবার একটি পোর্টাল সিস্টেম রয়েছে, এই ব্যালট বাক্সে থাকা QR কোড স্ক্যান করলেই তা কোন এলাকার কত নম্বর বুথের তা জানা যাবে৷ এতে কাজেরও অনেক সুবিধা হবে, কাজ অনেক স্টিটেম্যাটিক হবে বলে মনে করছেন তাঁরা৷