স্থানীয় সূত্রের খবর, মঙ্গলবার বড়ঞার বিডিও অফিসে দলীয় প্রার্থীদের প্রতীক নিশ্চিতকরণের ‘বি-ফর্ম’ জমা দিতে যাচ্ছিলেন কংগ্রেস মহকুমা সভাপতি৷ সেই সময় তাঁর হাত থেকে ফর্ম ভর্তি ব্যাগ ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ। ফর্ম ছিনতাইকারীরা প্রত্যেকেই তৃণমূল আশ্রিত বলে দাবি করে কংগ্রেস। এমনকি, ছিনতাইয়ে বাধা দিতে গেলে বড়ঞা কংগ্রেসের ব্লক সভাপতি এবং মহকুমা সভাপতি আক্রান্ত হন বলে জানিয়েছে তারা।
advertisement
আরও পড়ুন: আজই শেষ সুযোগ! মনোনয়ন প্রত্যাহার না করলেই…. সাগরদিঘিতে ইতিমধ্যেই সাসপেন্ড ৪
এই ঘটনারই প্রতিবাদে সরাসরি বড়ঞা বিডিও অফিসে চলে আসেন অধীর চৌধুরী৷ বিডিও-র সঙ্গে কথাও বলেন৷ তারপরই বিডিও অফিসের সামনে কর্মীদের নিয়েবসে যান অবস্থানে।
বুধবার অধীর জানান, আন্দোলন করার পাশাপাশি তাঁরা হাইকোর্টেও যাচ্ছেন। তাঁদের দাবি, কংগ্রেসের প্রতীক ফিরিয়ে দিতে হবে। এছাড়া, বড়ঞার বিডিও-র ভূমিকাতেও ক্ষুব্ধ অধীর৷ তাঁর দাবি, বিডিও পক্ষপাতদুষ্ট, ওই বিডিও তাঁর সঙ্গে ‘অভব্য আচরণ’ করেছেন বলেও অভিযোগ তাঁর। অধীর জানান, এ বিষয়ে তিনি লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি লিখেছেন।