TRENDING:

১৫ কোটি টাকা বরাদ্দ....! বজবজে হুগলি নদীর বাঁধ মেরামতির কাজে এল স্বস্তির খবর

Last Updated:

West Bengal News: বজবজ ২ নম্বর ব্লকের রায়পুর হুগলি নদীর বাঁধে ভাঙ্গন, বাঁধ সংস্কারের জন্য বরাদ্দ হল প্রায় ১৫ কোটি টাকা। দক্ষিণ ২৪ পরগনার বজবজ ২ নম্বর ব্লকের রায়পুরে আচমকাই হুগলি নদীর বাঁধে ধ্বস দেখা দেয়। বাঁধে ধ্বস নামায় আতঙ্কিত হয়ে পড়ে স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ, আগেও বেশ কয়েকবার সেই বাঁধে ধ্বস নামে। এইভাবে ধ্বস নামার ফলে আতঙ্কে রয়েছেন তাঁরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগনা: বজবজ ২ নম্বর ব্লকের রায়পুর হুগলি নদীর বাঁধে ভাঙ্গন, বাঁধ সংস্কারের জন্য বরাদ্দ হল প্রায় ১৫ কোটি টাকা। দক্ষিণ ২৪ পরগনার বজবজ ২ নম্বর ব্লকের রায়পুরে আচমকাই হুগলি নদীর বাঁধে ধ্বস দেখা দেয়। বাঁধে ধ্বস নামায় আতঙ্কিত হয়ে পড়ে স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ, আগেও বেশ কয়েকবার সেই বাঁধে ধ্বস নামে। এইভাবে ধ্বস নামার ফলে আতঙ্কে রয়েছেন তাঁরা।
বজবজে হুগলি নদীর বাঁধ
বজবজে হুগলি নদীর বাঁধ
advertisement

কিন্তু কিছুদিন যাবৎ প্রত্যেকবারই অস্থায়ীভাবে কাজ করা হচ্ছে। স্থায়ীভাবে কংক্রিটের কাজ হলে উপকৃত হবেন স্থানীয়রা। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় বজবজ ২ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি বুচান বন্দ্যোপাধ্যায় ও সেচ দফতরের আধিকারিকরা।

আরও পড়ুন: ফলে লাগানো ‘ফরমালিন’ দূর করার সঠিক কায়দা জানেন…? তুড়িতে দূর করুন! শিখে নিন ‘টোটকা’

advertisement

সরজমিনে খতিয়ে দেখে ডায়মন্ড হারবারের সাংসদকে জানানো হয়‌ এবং পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে অস্থায়ীভাবে সেই বাঁধ মেরামতির কাজ শুরু করা হয়।

সেরা ভিডিও

আরও দেখুন
মা তারা নন, তারাপীঠে অন্য এক পুজো, চারদিন ধুমধাম ভাবে চলে এই পুজো
আরও দেখুন

অবশেষে সাংসদের উদ্যোগে বাঁধ সংস্কারের জন্য বরাদ্দ হল প্রায় ১৫ কোটি টাকা। খুব শীঘ্রই স্থায়ীভাবে বাঁধ মেরামতির কাজ শুরু হবে বলে জানান পঞ্চায়েত সমিতির সভাপতি।

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
১৫ কোটি টাকা বরাদ্দ....! বজবজে হুগলি নদীর বাঁধ মেরামতির কাজে এল স্বস্তির খবর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল