TRENDING:

West Bengal Municipal Elections 2022: ভরসার উত্তরে উড়ে গেল বিজেপি, মমতা-ম্যাজিকেই খেলা ঘোরাল তৃণমূল!

Last Updated:

West Bengal Municipal Elections 2022: উত্তরবঙ্গের অধিকাংশ জায়গাতেই শোচনীয় পরাজয়ের মুখে পড়েছে গেরুয়া শিবির। আর দার্জিলিং ছাড়া প্রায় সব জায়গাতেই জয়জয়কার তৃণমূলের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: পুরভোটে (West Bengal Municipal Election 2022) বিপুল সাফল্য পেল তৃণমূল। আর রীতিমতো উড়ে গেল বিরোধী বিজেপি। গেরুয়া শিবিরের জন্য আরও চিন্তার বিষয় হল, ২০২১-এর বিধানসভা ভোটে ব্যাপক পরাজয়ের মধ্যেও আশার আলো বলতে বিজেপির কাছে ছিল উত্তরবঙ্গ। কিন্তু পুরভোটে সেই উত্তরবঙ্গও মুখ ফিরিয়ে নিল বিজেপির থেকে। উত্তরবঙ্গের অধিকাংশ জায়গাতেই শোচনীয় পরাজয়ের মুখে পড়েছে গেরুয়া শিবির। আর দার্জিলিং ছাড়া প্রায় সব জায়গাতেই জয়জয়কার তৃণমূলের।
উত্তরবঙ্গে সবুজ ঝড়
উত্তরবঙ্গে সবুজ ঝড়
advertisement

এক নজরে উত্তরবঙ্গের ফলাফল:

দার্জিলিং:

দার্জিলিং পুরসভায় খাতাই খুলতে পারেনি বিজেপি জিএনএলএফ জোট৷ অথচ এই মুহূর্তে পাহাড়ের সাংসদ, বিধায়ক সবই বিজেপি-র দখলে রয়েছে৷ তবে বিজেপি খাতা না খুলতে পারলেও দু'টি আসনে জয়ী হয়েছে তৃণমূল৷ দার্জিলিংয়ের ৩২টি ওয়ার্ডের মধ্যে ১৮টিতেই জয়ী হয়েছে হামরো পার্টি৷ চারটি জিতেছে বিমল গুরুংয়ের গোর্খ জনমুক্তি মোর্চা৷ অনীক থাপার দল ভারতীয় গোর্খা প্রজাতন্ত্রিক মোর্চা দখল করেছে ৮টি আসন৷ ২টি আসনে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস৷

advertisement

জলপাইগুড়ি:

জলপাইগুড়িতে ২৫টি আসনের মধ্যে ২২টি দখলে নিয়েছে তৃণমূল, একটি সিপিএম এবং ২টি কংগ্রেস। এই জলপাইগুড়িও হয়ে উঠেছিল বিজেপির গড়।

কোচবিহার:

কোচবিহার পুরসভার ২০টি ওয়ার্ডের মধ্যে ১৫টি ওয়ার্ডে জয়ী হয়েছে তৃণমূল। ৩টি ওয়ার্ডে জয়ী হয়েছেন নির্দল প্রার্থী। অন্যদিকে,দুটি ওয়ার্ডে জয় পেয়েছে বামফ্রন্ট। প্রাক্তন মন্ত্রী তথা উত্তরবঙ্গ উন্নয়ন পর্যদের চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ এই জয় এলাকার মানুষকে উৎসর্গ করেছেন।

advertisement

মাথাভাঙা পুরসভার ১২টি ওয়ার্ডের সবকটিতেই জয়ী তৃণমূল। পুরসভায় ১০টি আসনে ভোট হয়েছে। সবগুলিতেই জয় পেয়েছেন তৃণমূল প্রার্থীরা। বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুরসভার ২টি আসন আগেই জিতে নিয়েছিল ঘাসফুল শিবির।

তুফানগঞ্জ পুরসভার ১২টি আসনের সবগুলিতেই জয় পেয়েছে তৃণমূল। মেখলিগঞ্জেও একই ছবি দেখা গিয়েছে। সেখানে ৯টি আসনে ভোট হয়েছে। ৯টিতেই জয়ী হয়েছে শাসকদল তৃণমূল। অপরদিকে, হলদিবাড়ি পুরসভাও বিরোধীশূন্য। সেখানে ১১টি ওয়ার্ডের সবগুলিই তৃণমূলের দখলে। আর দিনহাটা পুরসভায় ভোট হয়নি। বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই দিনহাটা পুরসভা দখল করেছে তৃণমূল।

advertisement

আরও পড়ুন: 'ছেলে কই, ছেলে কই...' পুকুরের দিকে এগিয়ে গিয়ে হাড়হিম দৃশ্য দেখল বাবা-মা!

আলিপুরদুয়ার:

আলিপুরদুয়ার পুরসভায় ২০টি আসনের মধ্যে ১৬টি আসনে জয়ী হয়েছে তৃণমূল, একটি পেয়েছে কংগ্রেস, ৩টি আসনে জয়ী হয়েছে নির্দল। অপরদিকে, ফালাকাটায় ১৮টির মধ্যে ১৮টি আসনেই জয়ী হয়েছে তৃণমূল।

মালদহ:

ইংরেজবাজার পুরসভার ২৯টির মধ্যে ২৫টি আসনে জয়ী হয়েছে তৃণমূল। তিনটি আসন পেয়েছে বিজেপি এবং নির্দল পেয়েছে একটি আসন। সেখানে বাম ও কংগ্রেস একেবারেই শূন্য। এদিকে, পুরাতন মালদায় ২০টির মধ্যে ১৭টি আসন পেয়েছে তৃণমূল, দু’টি বিজেপি এবং একটি আসন পেয়েছে নির্দল।

advertisement

এদিকে, এই প্রথম কালিয়াগঞ্জ পুরসভার দখল করল শাসকদল তৃণমূল। কালিয়াগঞ্জের ১৭টি আসনে ১০টিতে জয়ী হয়েছে তৃণমূল, ৬টি ওয়ার্ডে জিতেছে বিজেপি এবং একটি আসন পেয়েছে নির্দল। ইসলামপুরে ১৭টি আসনের মধ্যে ১১টিতে জয়ী তৃণমূল, দু’টিতে জিতেছে বিজেপি, একটিতে সিপিএম এবং তিনটি আসন পেয়েছে নির্দল। এদিকে, ডালখোলা পুরসভাও গিয়েছে তৃণমূলের দখলে গিয়েছে। সেখানকার ১৬টির মধ্যে তৃণমূল পেয়েছে ১২টি আসন এবং নির্দল চারটি।

আরও পড়ুন: যা আশা ছিল, আর নেই! কেন এমন কথা বললেন দিলীপ ঘোষ?

দক্ষিণ দিনাজপুর:

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

গঙ্গারামপুরে ১৮টির মধ্যে ১৮টি আসনেই জয়ী হয়েছে তৃণমূল। বালুরঘাটেও ২৫টি আসনের মধ্যে ২৩টি আসনে জয়ী হয়েছে শাসক দল। একটি আসনে সিপিএম এবং একটি আসনে জয়ী হয়েছে আরএসপি।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
West Bengal Municipal Elections 2022: ভরসার উত্তরে উড়ে গেল বিজেপি, মমতা-ম্যাজিকেই খেলা ঘোরাল তৃণমূল!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল