TRENDING:

West Bengal Municipal Elections 2022: নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা জল-মাল-ময়নাগুড়িতে, আবার দার্জিলিংয়ে 'বাজিমাত' নতুন দলের

Last Updated:

West Bengal Municipal Elections 2022: জলপাইগুড়ি, মালবাজার ও ময়নাগুড়ি পুরসভার দখল নিল ঘাসফুল শিবির

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিলিগুড়ি: রাজ্যের ১০৮ পুরসভার হাড্ডাহাড্ডি লড়াইয়ের ফলাফল ছিল আজ। ২০ জেলার মোট ২ হাজার ১৭১টি ওয়ার্ডে ভোটগ্রহণ হয়। এরমধ্যে উত্তরবঙ্গের ১৯টি পুরসভা ছিল। তারমধ্যে জলপাইগুড়ি, মালবাজার ও ময়নাগুড়ি পুরসভার দখল নিল ঘাসফুল শিবির। জলপাইগুড়ির ২৫টি ওয়ার্ডের মধ্যে ২২টিতে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস। ১ নম্বর ওয়ার্ডে নীলম চক্রবর্তী (প্রাপ্ত ভোট - ১৩৭৮), ২ নম্বর ওয়ার্ডে মহুয়া দত্ত বন্দ্যোপাধ্যায় (প্রাপ্ত ভোট - ২৯৩৫), ৩ নম্বর ওয়ার্ডে স্বরূপ মণ্ডল (প্রাপ্ত ভোট - ২৯২১), ৪ নম্বর ওয়ার্ডে সরিতা প্রসাদ গুপ্ত (প্রাপ্ত ভোট - ১৫০১), ৫ নম্বর ওয়ার্ডের সন্দীপ মাহাতো (প্রাপ্ত ভোট - ১৩৯০), ৬ নম্বর ওয়ার্ডে সুব্রত পাল (প্রাপ্ত ভোট - ৯৩৪), ৭ নম্বর ওয়ার্ডে পাপিয়া পাল (প্রাপ্ত ভোট - ১৬৮৩), ৮ নম্বর ওয়ার্ডের সৈকত চট্টোপাধ্যায় (প্রাপ্ত ভোট - ১৬৬৬), ৯ নম্বর ওয়ার্ডের প্রমোদ মণ্ডল (প্রাপ্ত ভোট - ১৭১৪), ১০ নম্বর ওয়ার্ডে দীনেশ রাউত (প্রাপ্ত ভোট - ১৪৯৩), ১১ নম্বর ওয়ার্ডের মানসী বিশ্বাস রায় (প্রাপ্ত ভোট - ২৪৩৬), ১২ নম্বর ওয়ার্ডে মণীন্দ্র নাথ বর্মন (প্রাপ্ত ভোট - ১৫৭০), ১৩ নম্বর ওয়ার্ডের লিপিকা সরকার (প্রাপ্ত ভোট - ১৩০০), ১৪ নম্বর ওয়ার্ডের সন্দীপ ঘোষ (প্রাপ্ত ভোট - ২২৪৪), ১৫ নম্বর ওয়ার্ডে তপন বন্দ্যোপাধ্যায় (প্রাপ্ত ভোট - ১২৭৮), ১৬ নম্বর ওয়ার্ডের তিয়াষ সিনহা গোস্বামী (প্রাপ্ত ভোট - ১১৪৮), ১৭ নম্বর ওয়ার্ডের দিলীপ কুমার বর্মা (প্রাপ্ত ভোট - ১০৯৯), ১৮ নম্বর ওয়ার্ডে উত্তম বসু (প্রাপ্ত ভোট - ১২৭৩), ১৯ নম্বর ওয়ার্ডের লোপামুদ্রা অধিকারী মণ্ডল (প্রাপ্ত ভোট - ১৮০৯), ২১ নম্বর ওয়ার্ডের তারকনাথ দাস (প্রাপ্ত ভোট - ১১৩৫), ২২ নম্বর ওয়ার্ডের পিংকু বিশ্বাস (প্রাপ্ত ভোট - ১১২৯), এবং ২৫ নম্বর ওয়ার্ডে পৌষালী দাস সরকার (প্রাপ্ত ভোট - ১৬৫৮)। পাশাপাশি ২০ ও ২৪ নং ওয়ার্ডে INC প্রার্থী শুভ্রা দেব (প্রাপ্ত ভোট - ১৩৬৩) এবং অম্লান মুন্সি (প্রাপ্ত ভোট - ২০১৮) ভোটে জয়লাভ করায় কংগ্রেসের ঝুলিতে ২টি ওয়ার্ড যায়। আর ২৩ নম্বর ওয়ার্ডের সঞ্চিতা পঞ্চানন ধর (প্রাপ্ত ভোট - ১৪০২) জয়লাভ করে সিপিআইএমের হাতে একটি ওয়ার্ড যায়।
advertisement

পাশাপাশি মালবাজার পুরসভার ১৫টি ওয়ার্ডের মধ্যে ১৪টি ওয়ার্ডেই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় রাজ্যের শাসকদল। তৃণমূলের হাতে যে ওয়ার্ডগুলো, সেগুলো হল; ১ নম্বর ওয়ার্ডে স্বপন সাহা (প্রাপ্ত ভোট - ৮৩৯), ২ নম্বর ওয়ার্ডে পুলিন গোলদার (প্রাপ্ত ভোট - ১১৬২), ৩ নম্বর ওয়ার্ডে মঞ্জু দেবী (প্রাপ্ত ভোট - ৪২২), ৫ নম্বর ওয়ার্ডে সুরজিৎ দেবনাথ (প্রাপ্ত ভোট - ৮১৭), ৬ নম্বর ওয়ার্ডে দোলা সিনহা (প্রাপ্ত ভোট - ৫৬১), ৭ নম্বর ওয়ার্ডে অমিতাভ ঘোষ (প্রাপ্ত ভোট - ৫২৫), ৮ নম্বর ওয়ার্ডে মনিকা সাহা (প্রাপ্ত ভোট - ৯১৪), ৯ নম্বর ওয়ার্ডে রুমা দাস দে (প্রাপ্ত ভোট - ৫১৬), ১০ নম্বর ওয়ার্ডে নারায়ন দাস (প্রাপ্ত ভোট - ৪২৮), ১১ নম্বর ওয়ার্ডে অজয় লোহরা (প্রাপ্ত ভোট - ৮৫৯), ১২ নম্বর ওয়ার্ডে সরিতা গিরি (প্রাপ্ত ভোট - ৭৮৩), ১৩ নম্বর ওয়ার্ডে উৎপল ভাদুড়ী (প্রাপ্ত ভোট - ১০১৫), ১৪ নম্বর ওয়ার্ডে লিলি পুষ্পা টোপ্পো মুর্মু (প্রাপ্ত ভোট - ৭৭০) এবং ১৫ নম্বর ওয়ার্ডে মিলন ছেত্রী (প্রাপ্ত ভোট - ৬৮৩)। অন্যদিকে, বিজেপির হাতে একটি ওয়ার্ড যায়। তাহল ৪ নম্বর ওয়ার্ড। সেখানে সুশান্ত সাহা জয়লাভ করেন। তাঁর প্রাপ্ত ভোট - ৪৭০।

advertisement

আরও পড়ুন - Maldah News: মালদহে দুই পুরসভাতেই সবুজ ঝড়, ইংরেজবাজারে পুরুষদের টেক্কা দিয়ে মহিলা কাউন্সিলর সংখ্যা বেশি

একই ফলাফলের চিত্র ময়নাগুড়িতেও। দীর্ঘদিনের দাবি মেনে ময়নাগুড়িকে উন্নীত করা হয় পুরসভায়। সেই পুরসভারও ভাগ্য নির্ধারণ হয় বুধবার। আর প্রথম নির্বাচনেই ২৪ হাজার ৪০০ জনসংখ্যার এই শহরে বাজিমাত করল ঘাসফুল শিবির। ময়নাগুড়ির ১৭টি ওয়ার্ডের মধ্যে ১৬টি ওয়ার্ডে জয়ের ধ্বজাধারী তৃণমূল কংগ্রেস। যে ওয়ার্ডগুলি তৃণমূলের ঝুলিতে গেল, সেগুলো হল; ১ নম্বর ওয়ার্ডে রিম্পা রায় (প্রাপ্ত ভোট - ১৪৯৬), ২ নম্বর ওয়ার্ডে বর্ণালী বড়াই (প্রাপ্ত ভোট - ১০৬০), ৩ নম্বর ওয়ার্ডে মৌসুমী সেন (প্রাপ্ত ভোট - ১৩০২), ৪ নম্বর ওয়ার্ডে সোমেশ সান্যাল (প্রাপ্ত ভোট - ১০০১), ৫ নম্বর ওয়ার্ডে অনন্ত দেব অধিকারী (প্রাপ্ত ভোট - ৭০২), ৬ নম্বর ওয়ার্ডে বরুণ ঘোষ (প্রাপ্ত ভোট - ৭৫৯), ৭ নম্বর ওয়ার্ডে রীতা দাস (প্রাপ্ত ভোট - ৬৯০), ৮ নম্বর ওয়ার্ডে প্রদ্যোৎ বিশ্বাস (প্রাপ্ত ভোট - ৭৮৫), ৯ নং ওয়ার্ডে গোবিন্দ পাল (প্রাপ্ত ভোট - ৮৬৩), ১০ নং ওয়ার্ডে চন্দনা রায় (প্রাপ্ত ভোট - ৮৫৯), ১১ নং ওয়ার্ডে মনোজ রায় (প্রাপ্ত ভোট - ৮৫৬), ১৩ নং ওয়ার্ডে রিনা বিশ্বাস (প্রাপ্ত ভোট - ৪৬৪), ১৪ নং ওয়ার্ডে কল্যাণ কুমার সাহা (প্রাপ্ত ভোট - ৭৭১), ১৫ নং ওয়ার্ডে অমিতাভ চক্রবর্তী (প্রাপ্ত ভোট - ৫১৪), ১৬ নং ওয়ার্ডে ললিতা রায় (প্রাপ্ত ভোট - ১০৭৭), ১৭ নং ওয়ার্ডে সুপ্রিয় দাস (প্রাপ্ত ভোট - ৯৫৯)। তবে, ১২ নং ওয়ার্ড নির্দল প্রার্থী হয়ে লড়াই করেছেন তুহিন কান্তি চৌধুরী এবং তিনি জয়লাভও করেছেন। তাঁর প্রাপ্ত ভোটের সংখ্যা ৭৫১।

advertisement

আরও পড়ুন - West Bengal Municipal Elections 2022: ভরসার উত্তরে উড়ে গেল বিজেপি, মমতা-ম্যাজিকেই খেলা ঘোরাল তৃণমূল!

তবে 'খেলা' হল না দার্জিলিং পুরসভা নির্বাচনে। সেখানে ৬ মাসের শিশুর কাছে ধূলিসাৎ হল তৃণমূল কংগ্রেস ও বিজেপির মতো দল। দার্জিলিং পুরসভায় এবার অজয় এডওয়ার্ডের তৈরি নতুন দল হামরো পার্টি ১৮টি ওয়ার্ডে জয়লাভ করে। সেখানে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার ঝুলিতে ৮টি ওয়ার্ড, গোর্খা জনমুক্তি মোর্চার ৪টি ওয়ার্ড এবং তৃণমূল কংগ্রেসের ঝুলিতে মাত্র ২টি ওয়ার্ড রয়েছে। দার্জিলিং পুরসভায় যাঁরা জয়লাভ করেছেন তাঁরা হলেন; ১ নম্বর ওয়ার্ডে বিজিপিএম প্রার্থী দোর্জে ডুকপা, ২ নম্বর ওয়ার্ডে হামরো পার্টি প্রার্থী দীপেন ঠাকুরি, ৩ নম্বর ওয়ার্ডে বিজিপিএম প্রার্থী পেমা ছোদেন, ৪ নম্বর ওয়ার্ডে হামরো পার্টি প্রার্থী গণেশ প্রধান, ৫ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস প্রার্থী সঞ্জয় গুরুং, ৬ নম্বর ওয়ার্ডে হামরো পার্টি প্রার্থী অরুনা রাই, ৭ নম্বর ওয়ার্ডে হামরো পার্টি -প্রার্থী বিষ্ণু মাল্লা, ৮ নম্বর ওয়ার্ডে হামরো পার্টি -প্রার্থী দর্জি শেরপা, ৯ নম্বর ওয়ার্ডে হামরো পার্টি -প্রার্থী সুজাতা শঙ্কর, ১০ নম্বর ওয়ার্ডে হামরো পার্টি -প্রার্থী সুধা রাই, ১১ নম্বর ওয়ার্ডে হামরো পার্টি -প্রার্থী সন্ধ্যা থাপা বরেইলি, ১২ নম্বর ওয়ার্ডে হামরো পার্টি -প্রার্থী সুষমা তামাং, ১৩ নম্বর ওয়ার্ডে হামরো পার্টি -প্রার্থী শরন কুমার ছেত্রী, ১৪ নম্বর ওয়ার্ডে হামরো পার্টি -প্রার্থী মণি লামা তামাং, ১৫ নম্বর ওয়ার্ডে হামরো পার্টি -প্রার্থী দেবীকা ইয়লমো, ১৬ নম্বর ওয়ার্ডে হামরো পার্টি -প্রার্থী পেমিলা দোর্জে ভুটিয়া, ১৭ নম্বর ওয়ার্ডে বিজিপিএম -প্রার্থী নিতেশ গুরুং, ১৮ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস -প্রার্থী গণেশ সার্কি, ১৯ নম্বর ওয়ার্ডে হামরো পার্টি -প্রার্থী সিতম লামা, ২০ নম্বর ওয়ার্ডে হামরো পার্টি -প্রার্থী নিতা তামাং, ২১ নম্বর ওয়ার্ডে বিজিপিএম -প্রার্থী রত্না লামা, ২২ নম্বর ওয়ার্ডে মোর্চা -প্রার্থী জ্ঞ্যানে সিং, ২৩ নম্বর ওয়ার্ডে বিজিপিএম -প্রার্থী প্রতিভা রাই, ২৪ নম্বর ওয়ার্ডে বিজিপিএম -প্রার্থী অমর লাম, ২৫ নম্বর ওয়ার্ডে হামরো পার্টি -প্রার্থী ইয়াংজি শেরপা, ২৬ নম্বর ওয়ার্ডে বিজিপিএম -প্রার্থী মুকুন্দরাজ বরেইলি, ২৭ নম্বর ওয়ার্ডে মোর্চা -প্রার্থী প্রবীন কালিকোটে, ২৮ নম্বর ওয়ার্ডে মোর্চা -প্রার্থী কল্পনা তামাং, ২৯ নম্বর ওয়ার্ডে মোর্চা -প্রার্থী মনোজ থাপা, ৩০ নম্বর ওয়ার্ডে হামরো পার্টি -প্রার্থী প্রিয়া দিক্ষিত, ৩১ নম্বর ওয়ার্ডে হামরো পার্টি -প্রার্থী রিতেশ পোর্টেল, ৩২ নম্বর ওয়ার্ডে বিজিপিএম -প্রার্থী বিজয় গজমের।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

Vaskar Chakraborty

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
West Bengal Municipal Elections 2022: নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা জল-মাল-ময়নাগুড়িতে, আবার দার্জিলিংয়ে 'বাজিমাত' নতুন দলের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল