দূষণের ইস্যুতে ভারত-ভুটান যৌথ নদী কমিশন গঠন করার বিষয়ে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রেক্ষিতে কেন্দ্রের কাছে আবেদন করার জন্য একটি সর্বদলীয় প্রতিনিধিদল পাঠানোর কথাও বলেছিলেন তিনি। কিন্তু এই বিষয়ে বিজেপি পরিষদীয় দল তেমন কোনও উৎসাহ এখনও পর্যন্ত দেখাচ্ছে না বলে অভিযোগ উঠেছে। বুধবার বিধানসভায় এই বিষয়টি উত্থাপন করেন আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল।
advertisement
আরও পড়ুন: ট্যাব-কাণ্ডে বড় খবর, চাকরি গেল শিক্ষকের! তালিকায় একাধিক শিক্ষক-শিক্ষিকার নাম
তৃণমূল বিধায়কের বক্তব্য শুনে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় পরিষদীয় মন্ত্রীকে আবারও একই নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে এও জানিয়েছেন, যদি এরপরও বিজেপির কেউ কেন্দ্রের কাছে যেতে রাজি না হয় তাহলে শাসক দলের বিধায়কদের একটি প্রতিনিধিদল বিষয়টি নিয়ে যেন মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে। এবং কেন্দ্রের কাছে দ্বারস্থ হওয়ার পরামর্শ দিয়েছেন অধ্যক্ষ।
আরও পড়ুন: রেলসেতুর নীচে জঙ্গলের মধ্যে উদ্ধার ব্যক্তির নিথর দেহ, চাঞ্চল্য মহেশতলায়
কয়েকমাস আগে বন্যায় উত্তরবঙ্গ ভেসে যাওয়ার ঘটনায় কেন্দ্রকে নিশানা করেছিল তৃণমূল। সেই সময় অভিযোগ ওঠে, ডিভিসির অতিরিক্ত পরিমাণে জল ছাড়ার কারণে বন্যা পরিস্থিতির দেখা দেয় উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায়। সেই সময় দাবি করা হয়েছিল, ভুটান থেকে জল ছাড়ার ফলেই উত্তরবঙ্গ প্লাবিত হয়। এখন সেই ভুটান থেকে আসা নদীর দূষিত জল নিয়ে কেন্দ্রের কাছে দ্বারস্থ হতে চায় শাসক শিবির।