TRENDING:

PAC Chairman: বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হচ্ছেন আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল

Last Updated:

এতদিন ওই পদে ছিলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। লোকসভা ভোটে তৃণমূলের হয়ে রায়গঞ্জ লোকসভা আসনে লড়ছেন কৃষ্ণ কল্যাণী। সেই কারণে ছেড়েও দিয়েছেন বিধায়ক পদ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আলিপুরদুয়ার: বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হচ্ছেন আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল। এতদিন ওই পদে ছিলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। লোকসভা ভোটে তৃণমূলের হয়ে রায়গঞ্জ লোকসভা আসনে লড়ছেন কৃষ্ণ কল্যাণী। সেই কারণে ছেড়েও দিয়েছেন বিধায়ক পদ।
সুমন কাঞ্জিলাল
সুমন কাঞ্জিলাল
advertisement

যার ফলে দীর্ঘদিন ধরেই বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদ ফাঁকা রয়েছে। তাই সেই গুরুত্বপূর্ণ পদে এবার আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলালকে বসানো হচ্ছে বলে সূত্রের খবর। ২০২১ সালে বিজেপির টিকিটে ভোটে জেতেন সুমন কাঞ্জিলাল।

আরও পড়ুন– এপ্রিলের শেষে বা মে মাসের প্রথম সপ্তাহেই উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশের সম্ভাবনা: সূত্র

advertisement

কিন্তু ২০২৩ সালের ৫ ফেব্রুয়ারি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন তিনি।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

প্রসঙ্গত, বিধানসভা পিএসি (PAC) একটি গুরুত্বপূর্ণ কমিটি। সাধারণ বিরোধী দলের থেকে এই কমিটির চেয়ারম্যান করা হয়। সেক্ষেত্রে বিরোধী দলের নেতারাই চেয়ারম্যান মনোনীত করেন। কিন্তু গত সাত আট বছরে বিধানসভায় এই প্রথায় কিছুটা বদল এসেছে। স্পিকারই পিএসি-র চেয়ারম্যান মনোনয়ন করছেন।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
PAC Chairman: বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হচ্ছেন আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল