আরও পড়ুন: পুনর্বাসনের বাড়ি তৈরি হয়েও পড়ে আছে, ধৈর্য হারাচ্ছেন প্রাপকরা
কোচবিহারের মায়ার এই পথ চলার ক্ষেত্রে বাধার সৃষ্টি করছে আর্থিক অনটন এবং উপযুক্ত পরিকাঠামোর অভাব। এই প্রসঙ্গে মায়া জানিয়েছেন, বিভিন্ন প্রতিযোগিতা থেকে সাফল্য এলেও কোচবিহারে উপযুক্ত পরিকাঠামো না থাকায় সঠিক অনুশীলন করা সম্ভব হচ্ছে না। এছাড়াও মধ্যবিত্ত পরিবার থেকে আসার ফলে আর্থিক অনটন একটি বিশাল সমস্যা তৈরি করছে। সব মিলিয়ে ভবিষ্যতে আরও ভাল জায়গায় পৌঁছাতে হলে আর্থিক ও পরিকাঠামোগত সাহায্যের খুব প্রয়োজন। তবে এখনও পর্যন্ত কোনওরকম সরকারি অনুদান বা সাহায্য পাননি।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন:
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
কোচবিহারের প্রবীণ অ্যাথলিট ও মায়ার কোচ ভবেশ রায় জানান, ‘মায়ার মধ্যে ভবিষ্যতে আরও অনেকটা পথ এগোনোর অদম্য ইচ্ছে রয়েছে। প্রতিনিয়ত অনুশীলনের মাধ্যমে নিজেকে আরও ভাল করে তৈরি করে চলেছে। ইতিমধ্যেই ন্যাশনাল খেলার জন্য ওয়েটার ক্যাপাসিটি বাড়িয়েছে। তবে দীর্ঘ সময় অতিক্রান্ত হয়ে গেলেও তার কাছে কোনওরকম সাহায্য এসে পৌঁছয়নি। নিজের পারিবারিক দুরবস্থার বাধাকে জয় করে প্রতিনিয়ত লড়াই করে চলেছে। কিন্তু নিজের খরচায় বেশি দূর এগোনো সম্ভব নয়।
সার্থক পণ্ডিত