অন্যদিকে রাজ্যে মাদ্রাসা বোর্ডের মাধ্যমিক পরীক্ষায় দ্বিতীয় স্থান পেয়েছে ভাদো মুসলিম গার্লস মিশনের ইমরানা আফরোজ। বটতলা আদর্শ হাইমাদ্রাসা থেকে সারিফার মতোই পরীক্ষায় বসেছিল ইমরানা। মাদ্রাসা পরীক্ষার দ্বিতীয় ইমরানার প্রাপ্ত নম্বর ৭৭৫। ভবিষ্যতে স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসক হতে চায় ইমরানা। মেয়ে বরাবর পড়াশোনায় আগ্রহী। প্রথম থেকেই ভাল ফলের আশা ছিল, জানিয়েছেন মা ইসমেতারা খাতুন।
advertisement
এবার ভাদো মুসলিম গার্লস মিশন থেকে সব মিলিয়ে চারজন রাজ্যের মেধা তালিকায় স্থান পেয়েছে। ঘটনায় উচ্ছ্বসিত মিশন কর্তৃপক্ষ। মিশনের অধ্যক্ষ মাসুদ আলম জানিয়েছেন, প্রথম স্থান পাওয়া সারিফা ছোটবেলা থেকেই মিশনের পড়ুয়া। সপ্তম শ্রেণী থেকে মিশনে যোগ দেয় ইমরানা। ওঁরা দুজন ছাড়াও নবম ও দশম স্থানে মিশনের দুই পড়ুয়া রয়েছে। ভবিষ্যতে আরও ভাল করতে ওঁরা উদ্বুদ্ধ করবে জানিয়েছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ।