কিন্তু সেখানে প্রতিমা সাজিয়ে এখন মাথায় হাত মৃৎশিল্পীদের। খালি পড়ে রয়েছে ফল, ফুলের বাজারও। আবারা টানা বৃষ্টির ফলে ছোট-বড় বিভিন্ন নদীতে বেড়েছে জলস্তর। পাশাপাশি সিকিম ও ভুটানের পাহাড়ে ভারী বৃষ্টির ফলে জল বেড়েছে তিস্তা, করলা, জলঢাকা সহ একাধিক নদীতে। বিশেষ করে তিস্তার মেখলিগঞ্জ এলাকায় পরিস্থিতি আশঙ্কাজনক হয়ে উঠেছে।
আরও পড়ুন : তিন মাস পর খুলে গেল গরুমারা, পাবেন আরও বেশি আনন্দ! পর্যটকদের জন্য নতুন কী কী থাকছে?
advertisement
যে কারণে ইতিমধ্যেই জারি করা হয়েছে লাল সতর্কতা। এমন পরিস্থিতিতে সতর্ক হয়েছে প্রশাসনও। নজরদারি চালাচ্ছে সেচ দফতর। সেচ দফতরের তরফে জানানো হয়েছে, নদীর জলস্তরের উপর নিয়মিত নজর রাখা হচ্ছে। প্রয়োজনে দ্রুত সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন : ঘড়ির কাঁটা চলছেই, অথচ থমকে মণ্ডপ নির্মাণ! পণ্ড হতে বসেছে সব আয়োজন! আবহাওয়ার চোখরাঙানিতে টানটান দুশ্চিন্তা
টানা বৃষ্টির কারণে মাথায় হাত পড়েছে ব্যবসায়ীদের। কারণ জোর ধাক্কা খেয়েছে বিশ্বকর্মা পুজোর বাজার। বিশ্বকর্মা পুজোর আগেই এমন বৃষ্টিতে একেবারে ভাটা পড়েছে বাজারে। প্রতিমা কেনা-বেচা থেকে শুরু করে ফুল, ফলের ব্যবসায় ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।