আরও পড়ুন : বিয়েবাড়ির সাজানো তোরণে এটা কী লেখা! কনের বাবার কীর্তিতে হতবাক অতিথিরা
২০২১ সালের ২৮ অগাস্ট এনজেপি থেকে শুরু হয় ভিস্টাডোম ট্রেনটির। প্রথমে এই পরিষেবা বিপুল জনপ্রিয়তা লাভ করে। ৩ দিন থেকে বাড়িয়ে ৬ দিন করা হয় ভিস্টাডোম পরিষেবা। ডুয়ার্সের পর্যটনের বিপুল জনপ্রিয়তা বাড়তে থাকে (Alipurduar News)। অনেকের মতে, অতিরিক্ত ভাড়া দিয়ে শিলিগুড়ি থেকে আলিপুরদুয়ার পর্যন্ত যাওয়া কোনও মানেই হয় না, যাত্রাপথে সাইট সিন আর জঙ্গল ছাড়া আর কিছুই নেই। বর্তমানে তাই শিলিগুড়ি থেকে আলিপুরদুয়ার মাত্র দুই দিন চলছে এই কোচ যুক্ত ট্রেন। রেলওয়ে সূত্রে জানা গিয়েছে, ফের যাত্রীদের চাহিদা বাড়লে সফরের দিনও বাড়ানো হবে।
advertisement
আরও পড়ুন : সাবধানতা বজায় রেখে অন্তঃসত্ত্বারা কীভাবে দোলের উৎসবে অংশ নেবেন?
আরও পড়ুন : দুই প্রাক্তন স্ত্রী, সন্তানদের অবহেলা থেকে বিচ্ছেদের কারণ, জীবনের নানা বাঁকে অকপট আমির
জানা যায়, জানুয়ারি থেকে করোনা প্রকোপ বাড়তে থাকায় ফের বিধিনিষেধ জারি হয় পর্যটনে। ভাটা পড়ে যায় পর্যটন ব্যবসায় (Alipurduar News)। মুখ ঘুরিয়ে নেন পর্যটকরা। কমতে শুরু করে ডুয়ার্সে পর্যটকদের আনাগোনা। গ্রিন বেঞ্চের রায় অনুযায়ী জানা যায়, বক্সা বা জয়ন্তীতে রাত্রি বাস করা যাবে না আর। তাই আগ্রহ কমতে শুরু করে, দাবি অধিকাংশ ট্যুর অপারেটরদের। ফলে ক্ষতির মুখে পড়ছে রেল। তাই এই পরিষেবা কমিয়ে সপ্তাহে দু’দিন করা হয়েছে বলে জানা গেছে।
( প্রতিবেদন : ভাস্কর চক্রবর্তী)
