শুক্রবার রাজ্য কৃষি দপ্তর থেকে ৭ জনের একটি প্রতিনিধি দল আসে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়িতে। ময়নাগুড়ির চূড়াভাণ্ডার গ্রাম পঞ্চায়েত এলাকায় রতন বাড়ৈ নামের এক আলু চাষির বাড়ি যান তাঁরা। সেখানেই ভাইরাস মুক্ত আলু চাষ পরিদর্শন করেন। পরীক্ষা নিরীক্ষা করে খতিয়ে দেখেন। এবং তাতে অনেকটাই সাফল্য পাচ্ছেন বলে জানান রাজ্যের প্রতিনিধি দলের আধিকারিকরা। এই প্রতিনিধি দলের সঙ্গে হাজির ছিলেন ময়নাগুড়ি ব্লকের সহ কৃষি অধিকর্তা কৃষ্ণা রায় এবং ময়নাগুড়ি চূড়াভাণ্ডার এলাকার বেশ কিছু চাষি।
advertisement
আরও পড়ুন : একই বাড়িতে থেকেও বন্ধ মুখ দেখাদেখি! পুরভোটের জেরে ফাটল স্বামী স্ত্রী সম্পর্কে
আরও পড়ুন : ম্লান মোমো, চাউমিন! শীত পিছু হটতেই ভিড় ফুচকাকাকুর পাশে
কৃষ্ণা রায় আলুর বীজের নমুনা দেখিয়ে বলেন, 'এর কোনওটার মধ্যেই পটেটো ভাইরাস নেই। এর মাধ্যমে আলুতে ভাইরাস রয়েছে কি না সেই বিষয়ে চাষিরা জানতে পারবেন।' উল্লেখ্য, বিভিন্ন কারণে উত্তরবঙ্গে আলু চাষে ক্ষতি হয়েছে। আলুচাষিরাও ক্ষতিগ্রস্ত হয়েছেন। ফের যাতে এমন সমস্যার মুখোমুখি না হতে হয়, তার জন্যই এই পরীক্ষা এবং এই পদ্ধতি। ভাইরাসমুক্ত আলু ক্ষেত পরিদর্শন করেন এবং চাষিদের সঙ্গে কথা বলেন আধিকারিকরা।
( প্রতিবেদন : ভাস্কর চক্রবর্তী)