TRENDING:

Potato Cultivation : সরকারের এই বিশেষ উদ্যোগে কি বাজারে কম দামে ভাল গুণমানের আলু পাবেন রাজ্যবাসী?

Last Updated:

রাজ্য সরকারের উদ্যোগে হাইটেক পদ্ধতিতে 'ভাইরাস মুক্ত' আলু চাষ শুরু হয়েছে জলপাইগুড়ির বিভিন্ন জায়গায়।(potato cultivation in Jalpaiguri)

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ময়নাগুড়ি: আলুর ফলন যাতে ভালো হয় এবং আলুর বীজের সমস্যা সমাধানে বিশেষভাবে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। বরাবর আলু চাষকে কেন্দ্র নানা সমস্যা উঠে আসে উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে। গুণগতমানের আলু বীজ পাওয়া নিয়ে নানা অভিযোগ করে থাকেন চাষিরা। সেই বিষয়ে রাজ্য সরকারের উদ্যোগে হাইটেক পদ্ধতিতে 'ভাইরাস মুক্ত' আলু চাষ শুরু হয়েছে জলপাইগুড়ির বিভিন্ন জায়গায়।(potato cultivation in Jalpaiguri)
advertisement

শুক্রবার রাজ্য কৃষি দপ্তর থেকে ৭ জনের একটি প্রতিনিধি দল আসে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়িতে। ময়নাগুড়ির চূড়াভাণ্ডার গ্রাম পঞ্চায়েত এলাকায় রতন বাড়ৈ নামের এক আলু চাষির বাড়ি যান তাঁরা। সেখানেই ভাইরাস মুক্ত আলু চাষ পরিদর্শন করেন। পরীক্ষা নিরীক্ষা করে খতিয়ে দেখেন। এবং তাতে অনেকটাই সাফল্য পাচ্ছেন বলে জানান রাজ্যের প্রতিনিধি দলের আধিকারিকরা। এই প্রতিনিধি দলের সঙ্গে হাজির ছিলেন ময়নাগুড়ি ব্লকের সহ কৃষি অধিকর্তা কৃষ্ণা রায় এবং ময়নাগুড়ি চূড়াভাণ্ডার এলাকার বেশ কিছু চাষি।

advertisement

আরও পড়ুন : একই বাড়িতে থেকেও বন্ধ মুখ দেখাদেখি! পুরভোটের জেরে ফাটল স্বামী স্ত্রী সম্পর্কে

আরও পড়ুন : ম্লান মোমো, চাউমিন! শীত পিছু হটতেই ভিড় ফুচকাকাকুর পাশে

কৃষ্ণা রায় আলুর বীজের নমুনা দেখিয়ে বলেন, 'এর কোনওটার মধ্যেই পটেটো ভাইরাস নেই। এর মাধ্যমে আলুতে ভাইরাস রয়েছে কি না সেই বিষয়ে চাষিরা জানতে পারবেন।' উল্লেখ্য, বিভিন্ন কারণে উত্তরবঙ্গে আলু চাষে ক্ষতি হয়েছে। আলুচাষিরাও ক্ষতিগ্রস্ত হয়েছেন। ফের যাতে এমন সমস্যার মুখোমুখি না হতে হয়, তার জন্যই এই পরীক্ষা এবং এই পদ্ধতি। ভাইরাসমুক্ত আলু ক্ষেত পরিদর্শন করেন এবং চাষিদের সঙ্গে কথা বলেন আধিকারিকরা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দেখলে মনে হবে লাড্ডু ,মোদক কিংবা রসমালাই, কিন্তু খাওয়া যাবে না! এতো অন্য জিনিস
আরও দেখুন

( প্রতিবেদন : ভাস্কর চক্রবর্তী)

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Potato Cultivation : সরকারের এই বিশেষ উদ্যোগে কি বাজারে কম দামে ভাল গুণমানের আলু পাবেন রাজ্যবাসী?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল