উত্তরবঙ্গে বৃষ্টি ও ভূমিধসে বহু মানুষ আশ্রয়হীন। মৃত্যুও হয়েছে বেশ কয়েকজনের। এদিন উত্তরবঙ্গে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যপাল সিভি আনন্দ বোস ও রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্যও এদিন উত্তরবঙ্গের পরিস্থিতি পরিদর্শনে যান। গতকাল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের কর্মীদের মানুষের সাহায্য করার জন্য বার্তা দেন। তেমনই শমীকও বিজেপি কর্মীদের মানুষের পাশে দাঁড়ানোর বার্তা দেন। দুই দলের নেতা-কর্মীরাই যখন দুর্গতদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে, তখন এদিন নাগরাকাটায় আক্রান্ত হন খগেন মুর্মু ও শঙ্কর ঘোষ। তাঁদের গাড়ি লক্ষ্য করে ইট, পাথর ছোড়া হয় বলে অভিযোগ। রক্তাক্ত হন বিজেপি সাংসদ।
advertisement
বর্তমানে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। আইসিইউ-তে রয়েছেন। তাঁকে দিল্লি এইমসে নিয়ে যাওয়া হতে পারে। বিজেপির দুই জনপ্রতিনিধির উপর হামলার নিন্দা করে সরব হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে তৃণমূল সরকারকে আক্রমণ করেছেন। তবে তৃণমূল ও বিজেপিকে এই সময় মানুষের পাশে দাঁড়ানোর বার্তা দেন তিনি। বিজেপির দুই জনপ্রতিনিধির উপর হামলার ঘটনার নিন্দা করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও।
এই আবহে বুধবার অর্থাৎ ৮ অক্টোবর উত্তরবঙ্গ সফরে আসতে পারেন অমিত শাহ। তবে সবটাই জল্পনার স্তরে। আনুষ্ঠানিকভাবে এ নিয়ে বঙ্গ বিজেপির কেউ কিছু বলতে নারাজ। প্রবল বর্ষণে বিপর্যস্ত উত্তরবঙ্গ। দুর্যোগে দার্জিলিংয়ে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ২০ জনের বেশি। আটকে পড়েছেন হাজারে হাজারে পর্যটক। বন্ধ রয়েছে সমস্ত পর্যটন কেন্দ্র। আপাতত পর্যটকদের হোটেলে থাকার পরামর্শ জারি করেছে জিটিএ। এদিকে আগামী কয়েকদিন উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। ফলে পরিস্থিতি আরও খারাপ হবে বলেই মনে করছেন স্থানীয় বাসিন্দারা।