উত্তরবঙ্গে প্রবল বর্ষণে জলপাইগুড়ি জেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছিল। বহু মানুষের মৃত্যু হয়েছে, এখনও অনেকে নিখোঁজ রয়েছেন। এরই মধ্যে জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি মহকুমার অন্তর্গত জলঢাকা ময়নাতলি এলাকায় অজ্ঞাত পরিচয় ব্যক্তির পচাগলা মৃতদেহ ভেসে উঠল।
আরও পড়ুনঃ স্ত্রীর সঙ্গে মনোমালিন্য, স্বামী নিলেন চরম সিদ্ধান্ত! সাতসকালের দৃশ্য দেখে কেঁপে উঠল গোটা গ্রাম
advertisement
নদীর জল কমতেই এই মৃতদেহ ভেসে উঠতে দেখা যায়। এই ঘটনায় জোর চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয় বাসিন্দাদের অনুমান, বন্যার জলে এই মৃতদেহ ভেসে এসেছে।
প্রসঙ্গত, দুর্গাপুজো মিটতেই উত্তরবঙ্গে ‘খেল’ দেখাতে শুরু করে আবহাওয়া। প্রাকৃতিক দুর্যোগের জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু রাস্তা, বাঁধ। বিপর্যস্ত হয়েছে জনজীবন। এই বিপর্যয়ে বহু মানুষের মৃত্যু হয়েছে, অনেকে নিখোঁজ। এই পরিস্থিতিতে ধূপগুড়ি মহকুমার অন্তর্গত জলঢাকা ময়নাতলি এলাকায় এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির পচাগলা মৃতদেহ ভেসে উঠল। বন্যার জলে এই মৃতদেহ ভেসে এসেছে বলে অনুমান এলাকাবাসীর। তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।