TRENDING:

Ukraine Crisis: ইউক্রেন থেকে নিরাপদে শিলিগুড়ি ফিরল ডাক্তারি পড়ুয়া বিতান বসু

Last Updated:

বিতনের পাশাপাশি আরও দুই সহপাঠী শিলিগুড়ির বাবুপাড়া বাসিন্দা অনন্যা মৈত্র এবং শিলিগুড়ি পৌরনিগমের ১৪ নম্বর ওয়ার্ডের আশ্রমপাড়ার বাসিন্দা সুকৃতি দেবও এদিন ফিরে এসেছেন দেশে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#শিলিগুড়ি: শেষরক্ষা আর হল না! ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার (Ukraine War Crisis) যুদ্ধ ঘোষণার পর থেকেই টানাপোড়নে দিন কাটছে শিলিগুড়ির বেশ কয়েকটি পরিবারের। চিকিৎসক হওয়ার স্বপ্ন নিয়ে সুদূর ইউক্রেনে পাড়ি দিয়েছিলেন শিলিগুড়ির বেশ কয়েকজন পড়ুয়া (Indian students in Ukraine)। ইতিমধ্যে যুদ্ধ ঘোষণার পরে বেশ কয়েকজন পরিবারের কাছে ফিরেও এসেছে। তবে এখনও আটকে থাকা পড়ুয়াদের সংখ্যাটা রয়েছে অনেকটাই৷ আর তাতেই এখন আতঙ্কে রাতের ঘুম উড়েছে সেই পড়ুয়াদের পরিবারগুলির। ইউক্রেন থেকে ফিরে আসা পড়ুয়াদের মধ্যে একজন বিতান বসু (Indian students in Ukraine)৷ বৃহস্পতিবার রাতেই ইউক্রেন থেকে ফিরে এসেছেন শিলিগুড়ির বিতান বসু৷ ইউক্রেনের সানিভিস্ট অঞ্চলের বুকোভিয়ান স্টেট মেডিক্যাল কলেজের পড়ুয়া তিনি৷ শিলিগুড়ির ইস্টার্ন বাইপাস সংলগ্ন হিমালয় কন্যা আবাসনের বাসিন্দা বিতান।
ইউক্রেন থেকে ফিরে এসেছেন শিলিগুড়ির বিতান বসু
ইউক্রেন থেকে ফিরে এসেছেন শিলিগুড়ির বিতান বসু
advertisement

তিনি বলেন, 'প্রথমে ওখানে পরিস্থিতি কিছুটা স্বাভাবিকই ছিল। পরবর্তীকালে ধীরে ধীরে পরিস্থিতি খারাপ হতে শুরু করে এবং রাতারাতি সেখানে কার্ফু জারি হয়ে যায়। আমরা ভারতীয় দূতাবাসের সেরকম কোনও সাহায্য পাইনি। যে ক’জন ফেরত আসতে পেরেছি সবটাই ভারত সরকারের সহযোগিতায়।'

আরও পড়ুন - 'কাল পর্যন্ত ডাক্তারির ক্লাস করেছি, আজ সেনার নির্দেশ এলে বাংকারে লুকোতে হবে'! ইউক্রেন থেকে বার্তা নেহা-মিঠাইদের

advertisement

তিনি আরও বলেন, 'পরিস্থিতি সেখানকার এখন খারাপের দিকে। আমি বাড়ি ফিরে এসেছি ঠিকই, কিন্তু আমার মত বহু পড়ুয়া সেখানে আটকে রয়েছেন। তাঁরাও সুস্থভাবে বাড়ি ফিরুক তাই চাই।'

বিতানের পাশাপাশি আরও দুই সহপাঠী শিলিগুড়ির বাবুপাড়া বাসিন্দা অনন্যা মৈত্র এবং শিলিগুড়ি পৌরনিগমের ১৪ নম্বর ওয়ার্ডের আশ্রমপাড়ার বাসিন্দা সুকৃতি দেবও এদিন ফিরে এসেছেন দেশে। যদিও বাকি দুই সহপাঠী দিল্লিতে থেকে গিয়েছেন পরীক্ষার জন্য। তাদের শিলিগুড়ি ফিরে আসার কথা রয়েছে।

advertisement

আরও পড়ুন - 'যুদ্ধক্ষেত্র' ইউক্রেনে আটকে বাংলার একাধিক পড়ুয়া, উদ্বেগ-আশঙ্কায় ত্রস্ত পরিবার!

অনন্যা মৈত্রের মা রাজশ্রী মৈত্র বলেন, 'আমরা খুব আতঙ্কের মধ্যে ছিলাম। যুদ্ধ ঘোষণার পর থেকেই বারবার মেয়েকে বাড়ি ফেরত আসার জন্য বলছিলাম। কিন্তু এখনও অনেক পড়ুয়ারা ওখানে আটকে রয়েছে (Indian students in Ukraine)। সরকার যেন তাদের নিরাপদে বাড়ি ফেরত নিয়ে আসার ব্যবস্থা করে।'

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

ভাস্কর চক্রবর্তী

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Ukraine Crisis: ইউক্রেন থেকে নিরাপদে শিলিগুড়ি ফিরল ডাক্তারি পড়ুয়া বিতান বসু
Open in App
হোম
খবর
ফটো
লোকাল