তিনি বলেন, 'প্রথমে ওখানে পরিস্থিতি কিছুটা স্বাভাবিকই ছিল। পরবর্তীকালে ধীরে ধীরে পরিস্থিতি খারাপ হতে শুরু করে এবং রাতারাতি সেখানে কার্ফু জারি হয়ে যায়। আমরা ভারতীয় দূতাবাসের সেরকম কোনও সাহায্য পাইনি। যে ক’জন ফেরত আসতে পেরেছি সবটাই ভারত সরকারের সহযোগিতায়।'
advertisement
তিনি আরও বলেন, 'পরিস্থিতি সেখানকার এখন খারাপের দিকে। আমি বাড়ি ফিরে এসেছি ঠিকই, কিন্তু আমার মত বহু পড়ুয়া সেখানে আটকে রয়েছেন। তাঁরাও সুস্থভাবে বাড়ি ফিরুক তাই চাই।'
বিতানের পাশাপাশি আরও দুই সহপাঠী শিলিগুড়ির বাবুপাড়া বাসিন্দা অনন্যা মৈত্র এবং শিলিগুড়ি পৌরনিগমের ১৪ নম্বর ওয়ার্ডের আশ্রমপাড়ার বাসিন্দা সুকৃতি দেবও এদিন ফিরে এসেছেন দেশে। যদিও বাকি দুই সহপাঠী দিল্লিতে থেকে গিয়েছেন পরীক্ষার জন্য। তাদের শিলিগুড়ি ফিরে আসার কথা রয়েছে।
আরও পড়ুন - 'যুদ্ধক্ষেত্র' ইউক্রেনে আটকে বাংলার একাধিক পড়ুয়া, উদ্বেগ-আশঙ্কায় ত্রস্ত পরিবার!
অনন্যা মৈত্রের মা রাজশ্রী মৈত্র বলেন, 'আমরা খুব আতঙ্কের মধ্যে ছিলাম। যুদ্ধ ঘোষণার পর থেকেই বারবার মেয়েকে বাড়ি ফেরত আসার জন্য বলছিলাম। কিন্তু এখনও অনেক পড়ুয়ারা ওখানে আটকে রয়েছে (Indian students in Ukraine)। সরকার যেন তাদের নিরাপদে বাড়ি ফেরত নিয়ে আসার ব্যবস্থা করে।'
ভাস্কর চক্রবর্তী