বারানসির দুর্ঘটনায় মালদহের আরও যাঁরা আহত হয়েছেন তাঁদের মধ্যে রয়েছেন, আরিফ মোমিন , এমরাজ মোমিন , সায়েদ আখতার , হাতিম খান, আব্দুল জব্বার প্রমুখ । জানা গিয়েছে, গুজরাতের একটি নির্মাণকারী সংস্থা কাশি বিশ্বানাথ মন্দির সংস্কারের কাজ করছে । ওই সংস্থার হয়ে সংস্কার কাজে যুক্ত রয়েছেন মালদহের কালিয়াচকের বেশ কিছু শ্রমিক । মঙ্গলবার ভোর রাতে মন্দিরের কাছেই একটি পুরোনো বাড়িতে ঘুমোচ্ছিলেন মালদহের ১৪ জন শ্রমিক । সেই সময় আচমকা বাড়ি ধসে পড়ে । জানা গিয়েছে যে এলাকায় দুর্ঘটনা হয় তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাংসদ এলাকার অধীন । ইতিমধ্যেই ঘটনায় শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রীও । ইতিমধ্যে মন্দির কমিটির পক্ষ থেকে মৃতদের আর্থিক সাহায্য করা হয়েছে । পাশাপাশি আর্থিক সাহায্য দেওয়ার কথা জানিয়েছে নির্মাণ সংস্থাও । রাজ্য সরকারও তাঁদের আর্থিক সাহায্য করতে পারে বলে খবর ।
advertisement
