বুধবার ঘটনাটি ঘটে কালিয়াচক থানার বীরনগর ২ গ্রাম পঞ্চায়েতের রাজনগর গ্রামে। ঘটনার পর থেকেই অভিযুক্ত গ্রামেরই বাসিন্দা দুলাল মণ্ডল ও তাঁর সঙ্গী নিত্য মণ্ডল পলাতক। তাঁদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, নিছক গ্রাম্য বিবাদের জেরে গুলি চালানোর এই ঘটনা হয়। এর আগে মঙ্গলবার রাতে অভিযুক্ত দুলাল মণ্ডলের পরিবারের সঙ্গে গুলিবিদ্ধ নিবারন সাহার পরিবারের জল ফেলা নিয়ে বচসা হয়। দুলালদের জায়গায় নোংরা জল ফেলে দেওয়ার অভিযোগ ওঠে নিবারনদের বিরুদ্ধে। রাতে দুই পরিবারের মধ্যে গোলমাল বাঁধলে প্রতিবেশীরা তা মিটিয়ে দেন। কিন্তু এদিন দুপুরে নিবারন বাড়ির কাছে ঘোরাফেরা করার সময় আচমকাই তাঁকে লক্ষ্য করে পরপর গুলি চালানো হয়।
advertisement
একটি গুলি লাগে নিবারনের ডান হাতে। অন্য একটি গুলি লাগে পাশে দাড়িয়ে থাকা শেফালীর হাতে। স্থানীয়রা ছুটে গেলে দুস্কৃতিরা পালিয়ে যায়।
এদিকে সামান্য ঘটনায় গুলি চালানো নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত কোথা থেকে আগ্নেয়াস্ত্র পেল তা খতিয়ে দেখা হচ্ছে। তবে চিকিৎসকরা জানিয়েছে আপাতত দু’জনেই বিপদ মুক্ত। দুই জনেরই অস্ত্রোপচার করা হয়েছে।
Sebak Deb Sharma