দেড় বছর বয়স হতে না হতেই দর্শকদের সামনে আসছে রিকা ও ডিকা। শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কের কর্মীরা এখন সদাই ব্যস্ত। খাঁচার বাইরের পরিবেশে মানিয়ে নেওয়ার জন্য প্রশিক্ষণও চলছে দুই রয়্যাল বেঙ্গল শাবকের।
শিলিগুড়ি বেঙ্গল সাফারি পার্কেই তিন শাবকের জন্ম দেয় শীলা। যার মধ্যে একটি শাবকের মৃত্যু হয়। এখন দুই শাবকের মধ্যে একটি সাদা রয়্যাল বেঙ্গল টাইগার।
advertisement
পয়লা অক্টোবর থেকে পর্যটকরা দেখতে পাবেন দুই রয়্যাল বেঙ্গল শাবককে। ওই দিনই শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে আসবেন বনমন্ত্রী ব্রাত্য বসুও। রিকা আর ডিকা পুজোর মরশুমে পর্যটকদের কাছে বাড়তি পাওনা বলেই মনে করছে বনদফতর।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 18, 2019 2:49 PM IST