পুলিশ সুত্রে জানা গিয়েছে, বুধবার রাতে চাকুলিয়া বাজারে একটি হোটেলে বেশ কয়েকজন কোন অসামাজিক কাজের উদ্দেশ্যে জড়ো হয়েছিল। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে হোটেলে হানা দিয়ে দুইজনকে হাতেনাতে ধরে ফেলে। তাদের কাছ থেকে একটি দেশী আগ্নেয়াস্ত্র এবং দুই রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করে ।
পুলিশের ধারণা এদের সঙ্গে আরও বেশ কয়েকজন ছিল। পুলিশকে দেখে তারা পালিয়ে যায়।পুলিশ জানিয়েছে বাকিদের খোঁজে পুলিশি তল্লাশি শুরু হয়েছে। পুলিশের দাবি, খুব শীঘ্রই বাকিদের গ্রেফতার করা হবে।ধৃত দুইজনের বাড়ি চাকুলিয়া থানার বিদ্যাননদপুর গ্রাম পঞ্চায়েত কইলি গ্রামে ।এদিন ধৃত দুই জনকে পাঁচদিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে ইসলামপুর মহকুমা আদালতে পেশ করেছে।
advertisement
Uttam Paul
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 02, 2020 11:31 PM IST