বিজেপির মিছিলটি বিশ্বসিংহ রোড, কেশব রোড বাসস্ট্যান্ড এলাকা হয়ে ফের বিজেপি কার্যালয়ে ফিরবে ৷ একই সঙ্গে বিজেপির দলীয় কার্যলয় লাগোয়া রাশমেলার মাঠে সরকারি বইমেলার উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ৷ এই অনুষ্ঠানকে ঘিরে একটি বিশেষ পদযাত্রার আয়োজন করা হয়েছে যারই নেতৃত্বে থাকছেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ ৷ CAA লোকসভা ও রাজ্যসভায় পাশ হওয়ার পরে দেশের বিভিন্ন রাজ্যে বিভিন্ন সময়ে প্রতিবাদে গর্জে উঠেছে ৷ বিভিন্ন মানুষেরা ব্যতিক্রম নয় পশ্চিমবঙ্গও ৷
advertisement
একাধিক পদযাত্রা ও বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়েছেন তৃণমূলনেত্রী স্বয়ং ৷ শুধুই এই রাজ্য নয় উত্তরপ্রদেশ, কর্নাটক, বিহার, তেলঙ্গানা, অসম, ত্রিপুরাতেও বিদ্রোহের আগুন দেখা গিয়েছে ৷ এরপরে ই বিজেপিও বিরোধীদের পাল্টা দিতে CAA-এর সমর্থনে সমাজের বিশিষ্টজন তথা শিক্ষাবিদদের দের সই করা সম্মতিপত্র প্রকাশ করেছে ৷ একাধিক পদযাত্রার কৌশল নিয়েছে ৷