এদিন এই এলাকার একটি বাড়ির নির্মীয়মান শৌচাগারের ট্যাংকের সাটারিং খোলার কাজ হচ্ছিল। সাটারিং খুলতে ট্যাংকের নীচে নেমেছিলেন রাজমিস্ত্রিরা। সেখানেই আটকে পড়েন তাঁরা। ওঁদের চিৎকারে ছুটে আসেন বাসিন্দারা। মালবাজার সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে আসার পর দুই রাজমিস্ত্রিকে মৃত বলে ঘোষণা করা হয়।
আরও পড়ুন: রাজ্যে কমলা সতর্কতা! আচমকা ভোল পাল্টাবে আবহাওয়ার, ২৫ অগাস্ট পর্যন্ত ভারী বৃষ্টির আশঙ্কা জেলায় জেলায়
advertisement
মৃতদের নাম, শাহিদ হক (২৮) ও আমিনুর ইসলাম (২৫)। তেশিমিলার গোয়াবাড়ি এলাকার বাসিন্দা এই দুই রাজমিস্ত্রির মৃত্যুর খবরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আরও একজন আটকে পড়া রাজমিস্ত্রির সহকারীকে অসুস্থ অবস্থায় ভর্তি করা হয়েছে মালবাজার হাসপাতালে।
মালবাজার দমকল কেন্দ্রের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নির্মীয়মান ট্যাংকের গর্তের ভেতর থেকে প্রচুর জল বের করেন। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা বুঝতে তদন্ত শুরু করেছে মালবাজার থানার পুলিশ।
রকি চৌধুরী