তৃণমূল কংগ্রেস কর্মী পার্থ কর্মকার জানান কেন্দ্রীয় সরকার যেভাবে পেট্রোপন্য সহ দ্রব্যমূল্য বৃদ্ধি করছে এতেই সাধারন মানুষ অতিষ্ট হয়ে পড়েছেন। নাভিশ্বাস উঠেছে সাধারন মানুষের৷ যারা মাসে সামান্য আয় করে দিন গুজরান করছেন তাদের নুন আনতে পান্তা ফুরোনোর মত অবস্থা৷ এরই প্রতিবাদ জানিয়ে আজ তারা দিনহাটা থেকে সাইকেল চেপে রওনা হয়েছেন। প্রায় দুই সপ্তাহ সাইকেল চালিয়ে যাবেন কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ি পর্যন্ত৷
advertisement
আরও পড়ুন: ভয়ঙ্কর খবর, কেরলে দুই শিশুর শরীরে মিলল নরভাইরাস! কী এই নতুন বিপদ?
অপর একজন তৃণমূল কংগ্রেস কর্মী রনি বণিক জানান তারা দুজন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে চান। যেভাবে কেন্দ্র সরকার পেট্রোপণ্যের দাম বাড়িয়েছে এতেই তারা সমস্যায় পড়েছেন। জানা গেছে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস চলতি সপ্তাহে পেট্রোপন্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে জেলা জুড়ে প্রতিবাদ মিছিল করবে। জেলা তৃণমূল কংগ্রেস এব্যাপারে দলীয় মিটিং করে সিদ্ধান্ত নিয়েছে। ব্লক ও অঞ্চল স্তরে হবে প্রতিবাদ মিছিল।
আরও পড়ুন: হাঁসখালি কাণ্ড নিয়ে ফের শোরগোল, কী থাকবে সিবিআই-এর দ্বিতীয় স্ট্যাটাস রিপোর্টে?
তবে এই মিছিলে যাতে দলে দলে কর্মীরা যোগ দেন সেই নির্দেশ দেওয়া হয়েছে। এরই মাঝে আজ সাইকেল চেপে কলকাতার পথে রওনা হলেন দুই কর্মী। তাদেরও ইস্যু এক। দিনহাটার বিধায়ক উদয়ন গুহ জানান দুইজন দলের সক্রিয় কর্মী। তাদের এই কর্মসূচী সফল হবেই৷
প্রবীর কুন্ডু