মৃতের পরিবারের এক আত্মীয় শেখ দিলাল জানান, মৃত দুই শিশুর নাম শেখ হায়াত (৫) ও শেখ ফাইজান (৪)। বাড়ি মালদহের রতুয়া থানার দেবীপুর প্রধান পাড়া এলাকায়। সম্পর্কে দুই জন কাকাতো ভাই। স্থানীয় একটি নার্সারিতে কেজি ওয়ান এ পড়াশোনা করত তারা। রবিবার মহরম উৎসব উপলক্ষে গ্রামে লাঠি খেলা ও মেলার আয়োজন করা হয়েছিল। সেখানে নতুন জামা কাপড় পড়ে মেলায় যাচ্ছিলেন তারা। সেই সময় কোনরকম ভাবে রাস্তার ধারে নয়নজুলির মত থাকা একটি গর্তে পড়ে যান তারা। সেখানেই গর্তে পড়ে মৃত্যু হয় দুই কাকাতো ভাইয়ের।
advertisement
স্থানীয় এক বাসিন্দা পারভেজ আহমেদ জানান, বেশ কয়েকদিনের টানা বৃষ্টির জেরে রাস্তার ধারে জল জমে যাওয়া নয়নজুলিতে পরিণত হয়েছিল ওই গর্তটি। অন্যান্যদের মত তারাও লাঠি খেলা ও মেলা দেখতে রাস্তার ধার দিয়ে যাচ্ছিলেন। সে সময় যাওয়ার পথে কোনরকম ভাবে তারা ওই বৃষ্টির জমা জলে পড়ে যান এবং মৃত্যু হয় তাদের।
আরও পড়ুনঃ IND vs ENG: জয়ের পরও লর্ডস টেস্টে বাদ ৩ তারকা! ভারতীয় দলে বড় পরিবর্তন! এমন কান্ড আগে ঘটেনি!
এদিকে এই ঘটনার পর শোকের ছায়া নেমে এসেছে পরিবার সহ গোটা গ্রামে। সোমবার মৃত দুই ভাইয়ের দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে আসা হয় মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে। ঘটনার তদন্ত শুরু করেছে রতুয়া থানার পুলিশ।
জিএম মোমিন।






