ভোররাতে বাংলাদেশ সীমান্তের ওপারে কফসিরাপ পাচারের চেষ্টা করছিল দুষ্কৃতীরা। গোপন সূত্রে খবর পেয়ে হানা দেয় গোলাপগঞ্জ তদন্ত কেন্দ্রের পুলিশ। পুলিশি অভিযান টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে দুষ্কৃতীরা। এরপর পুলিশ ধাওয়া করলে পাচারের জন্য আনা বস্তা ভর্তি কফ সিরাপ ফেলে চম্পট দেয় তারা। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় কফ সিরাপ ও আগ্নেয়াস্ত্র। এছাড়া গুলির খোল উদ্ধার করে পুলিশ।
advertisement
আরও পড়ুন: হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্কুলের ছাদ! অ্যাসবেস্টর ভেঙে আহত ২ শিশু, বাসন্তীর ঘটনায় বিরাট শোরগোল
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভোর পৌনে চারটে নাগাদ কফ সিরাপ পাচারের চেষ্টা চলছিল সীমান্তের ওপারে। দুষ্কৃতীরা সংখ্যায় অন্তত ১০-১২ জন ছিল। ধৃত বরুণ এবং মিঠুকে জেরা করে ওই দলের বাকি দুষ্কৃতিদের পরিচয় সম্পর্কে জানতে পেরেছে পুলিশ।
ধৃত বরুণ পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর কথা স্বীকার করেছে বলে দাবি তদন্তকারীদের। ধৃতদের আজ মালদা আদালতে তোলে পুলিশ। আরও জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়।