TRENDING:

Jalpaiguri: চোখের নিমেষে উধাও ২৮ লক্ষ, জলপাইগুড়ির ব্যাঙ্কে বিরাট চাঞ্চল্য! ঘটনাস্থলে পুলিশ

Last Updated:

জলগাইগুড়ি শহরের ব্যস্ত ডিবিএস রোডের উপরে বেসরকারি ব্যাঙ্কের শাখায় এই ঘটনা ঘটে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জলপাইগুড়ি: জলপাইগুড়ির একটি বেসরকারি ব্যাঙ্ক থেকে খোয়া গেল প্রায় ২৮ লক্ষ টাকা৷ ব্যাঙ্কের ভিতর থেকেই গুনে রাখা নিয়ে দুই দুষ্কৃতী পালিয়ে যায় বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ৷ সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের চিহ্নিত করার চেষ্টা চলছে৷ যদিও কীভাবে এই বিপুল পরিমাণ টাকা হাতসাফাই করে ব্যাঙ্কের ভিতর থেকে দু জন পালিয়ে গেল, তা নিয়ে প্রশ্ন উঠছে৷
জলপাইগুড়ির এই ব্যাঙ্ক থেকেই খোয়া যায় বিপুল পরিমাণ টাকা৷
জলপাইগুড়ির এই ব্যাঙ্ক থেকেই খোয়া যায় বিপুল পরিমাণ টাকা৷
advertisement

জলগাইগুড়ি শহরের ব্যস্ত ডিবিএস রোডের উপরে বেসরকারি ব্যাঙ্কের শাখায় এই ঘটনা ঘটে৷ জানা গিয়েছে, একটি বেসরকারি এজেন্সি ওই ব্যাঙ্কের বিভিন্ন শাখা থেকে টাকা সংগ্রহ এবং এটিএমে রাখার কাজ করত৷ এ দিনও ওই সংস্থার কর্মীরা ব্যাঙ্ক বন্ধ হওয়ার কিছুক্ষণ আগে ওই শাখায় আসেন৷

আরও পড়ুন: সহজে ওঠে না, কোথায় তৈরি হয় ভোটের কালি! এক ফোঁটার দাম কত জানেন?

advertisement

অভিযোগ, টাকা গুনে ব্যাঙ্কের ভিতরেই একটি ব্যাগে গুছিয়ে রাখা হয়৷ সেই সময়ই ব্যাঙ্ক এবং ওই এজেন্সির কর্মীদের অসাবধনতার সুযোগ নিয়ে দু জন প্রায় ২৮ লক্ষ টাকা ওই ব্যাঙ্ক থেকে নিয়ে চম্পট দেয় বলে অভিযোগ৷

সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ এবং ব্যাঙ্ক কর্তাদের প্রাথমিক অনুমান, গ্রাহক সেজেই ওই দুই অভিযুক্ত আগে থেকে ব্যাঙ্ক ঢুকে বসেছিল৷ সম্ভবত আগে থেকে রেকি করেই এই অপারেশনে নামে অভিযুক্তরা৷ কারণ ব্যাঙ্কে টাকা নিয়ে আসেন ওই বেসরকারি এজেন্সির কর্মীরা, তা আগে থেকেই জানত দুষ্কৃতীরা৷ টাকা গোনাগুনির সময় যে নিরাপত্তা এবং নজরদারির ফাঁক থাকে, তা বুঝেই আগে থেকে নিখুঁত পরিকল্পনা করে এই ভাবে টাকা ছিনতাই করা হয়েছে বলে মনে করছেন তদন্তকারীরা৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
৭০০ টাকায় শুরু, এখন মাসে হাজার হাজার টাকা রোজগার 'এই' গৃহবধূর! তাঁর সাফল্যে অনুপ্রণিত বহু
আরও দেখুন

এই ঘটনায় মুখে কুলুপ এঁটেছেন ওই বেসরকারি ব্যাঙ্কের কর্তারা৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন পুলিশের উচ্চপদস্থ কর্তারা৷ সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের চিহ্নিত করে টাকা উদ্ধারের চেষ্টা করছে পুলিশ৷

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Jalpaiguri: চোখের নিমেষে উধাও ২৮ লক্ষ, জলপাইগুড়ির ব্যাঙ্কে বিরাট চাঞ্চল্য! ঘটনাস্থলে পুলিশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল