Lok Sabha elections 2024: সহজে ওঠে না, কোথায় তৈরি হয় ভোটের কালি! এক ফোঁটার দাম কত জানেন?

Last Updated:
ভোট প্রক্রিয়া স্বচ্ছ করতে ১৯৬২ সালে প্রথমবার এই কালি ভোটারদের আঙুলে লাগানো শুরু হয়৷
1/9
বেজে গিয়েছে ভোটের দামামা৷ আগামী ১৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে দেশের ১৮ তম লোকসভা নির্বাচন৷ সাত দফার এই লম্বা ভোটপর্ব চলবে ৪ জুন পর্যন্ত৷ কিন্তু জানেন কী, ভোট দেওয়ার সময় হাতের আঙুলে যে কালি লাগানো হয়, তা কে বা কারা তৈরি করেন?
বেজে গিয়েছে ভোটের দামামা৷ আগামী ১৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে দেশের ১৮ তম লোকসভা নির্বাচন৷ সাত দফার এই লম্বা ভোটপর্ব চলবে ৪ জুন পর্যন্ত৷ কিন্তু জানেন কী, ভোট দেওয়ার সময় হাতের আঙুলে যে কালি লাগানো হয়, তা কে বা কারা তৈরি করেন?
advertisement
2/9
ভোট প্রক্রিয়া স্বচ্ছ করতে ১৯৬২ সালে প্রথমবার এই কালি ভোটারদের আঙুলে লাগানো শুরু হয়৷ যেহেতু এই কালি সহজে মোছে না, তাই একজন ভোটার যাতে দু বার ভোট না দিতে পারেন তা নিশ্চিত করতেই এই ব্যবস্থা করে নির্বাচন কমিশন৷
ভোট প্রক্রিয়া স্বচ্ছ করতে ১৯৬২ সালে প্রথমবার এই কালি ভোটারদের আঙুলে লাগানো শুরু হয়৷ যেহেতু এই কালি সহজে মোছে না, তাই একজন ভোটার যাতে দু বার ভোট না দিতে পারেন তা নিশ্চিত করতেই এই ব্যবস্থা করে নির্বাচন কমিশন৷
advertisement
3/9
সেই সময় থেকেই মাইসোর পেইন্টস অ্যান্ড বার্নিশ লিমিটেড অথবা এমপিভিএল এই ভোটের কালি তৈরি করছে৷ এটি কর্ণাটক সরকারের অধীনস্ত একটি সংস্থা৷
সেই সময় থেকেই মাইসোর পেইন্টস অ্যান্ড বার্নিশ লিমিটেড অথবা এমপিভিএল এই ভোটের কালি তৈরি করছে৷ এটি কর্ণাটক সরকারের অধীনস্ত একটি সংস্থা৷
advertisement
4/9
কোন ফর্মুলায় এই ভোটের কালি তৈরি করা হয়, তা এমপিভিএল গোপন রাখে৷ ন্যাশনাল ফিজিক্যাল ল্যাবরেটরির সহায়তায় এই ভোটের কালি তৈরি করে এমপিভিএল৷
কোন ফর্মুলায় এই ভোটের কালি তৈরি করা হয়, তা এমপিভিএল গোপন রাখে৷ ন্যাশনাল ফিজিক্যাল ল্যাবরেটরির সহায়তায় এই ভোটের কালি তৈরি করে এমপিভিএল৷
advertisement
5/9
১৯৩৭ সালে এই সংস্থা শুরু হয়৷ শুধু ভারত নয়, আরও ২৫টি দেশে এই ভোটের কালি রপ্তানি করে মাইসোর পেইন্টস অ্যান্ড বার্নিশ লিমিটেড৷
১৯৩৭ সালে এই সংস্থা শুরু হয়৷ শুধু ভারত নয়, আরও ২৫টি দেশে এই ভোটের কালি রপ্তানি করে মাইসোর পেইন্টস অ্যান্ড বার্নিশ লিমিটেড৷
advertisement
6/9
এমপিভিএল-এর তৈরি এই বিশেষ কালি এক একটি ছোট শিশিতে ১০ এমএল করে থাকে৷ তা দিয়ে প্রায় ৭০০ জনের আঙুলে কালি লাগানো সম্ভব৷
এমপিভিএল-এর তৈরি এই বিশেষ কালি এক একটি ছোট শিশিতে ১০ এমএল করে থাকে৷ তা দিয়ে প্রায় ৭০০ জনের আঙুলে কালি লাগানো সম্ভব৷
advertisement
7/9
ফিনান্সিয়াল এক্সপ্রেসে প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী, ভোটে কালির এই দশ এমএল-এর শিশির দাম ১২৭ টাকা করে পড়ে৷
ফিনান্সিয়াল এক্সপ্রেসে প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী, ভোটে কালির এই দশ এমএল-এর শিশির দাম ১২৭ টাকা করে পড়ে৷
advertisement
8/9
এই হিসেবে এক লিটার ভোটের কালির দাম ১২৭০ টাকা করে পড়ে৷ এক ফোঁটা কালির দাম মোটামুটি ১২ টাকা ৭০ পয়সা করে পড়ে৷
এই হিসেবে এক লিটার ভোটের কালির দাম ১২৭০ টাকা করে পড়ে৷ এক ফোঁটা কালির দাম মোটামুটি ১২ টাকা ৭০ পয়সা করে পড়ে৷
advertisement
9/9
২০২৪ সালের লোকসভা নির্বাচনের জন্য এমপিভিএল-কে ২৬ লক্ষ শিশি কালি তৈরির বরাত দিয়েছে নির্বাচন কমিশন৷ যে কাজ প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছে৷
২০২৪ সালের লোকসভা নির্বাচনের জন্য এমপিভিএল-কে ২৬ লক্ষ শিশি কালি তৈরির বরাত দিয়েছে নির্বাচন কমিশন৷ যে কাজ প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছে৷
advertisement
advertisement
advertisement