TRENDING:

Trinamool Congress: ‘মাদারিহাট মডেল...’ চা বাগানে রাজনৈতিক জমি শক্ত করতে কৌশল তৃণমূলের

Last Updated:

বুথ ভিত্তিক সম্মেলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত শাসক দলের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আবীর ঘোষাল, মাদারিহাট: বিধানসভা ভোটে উত্তরের হারানো জমি পুনরুদ্ধার করতে সচেষ্ট তৃণমূল কংগ্রেস ৷ এর মধ্যে উল্লেখযোগ্য হল, চা বলয়ে নিজেদের অবস্থান শক্ত করা ৷ তাই  চা-বাগান অধ্যুষিত বিধানসভার জয় নিয়ে প্রস্তুতি শুরু করল তৃণমূল কংগ্রেস। শাসক দলের অন্দরে যা মাদারিহাট মডেল নামে অভিহিত হচ্ছে। এই আবহেই উত্তরের চা বাগানে সম্মেলনের প্রস্তুতি।
চা বাগানে রাজনৈতিক জমি শক্ত করতে কৌশল তৃণমূলের
চা বাগানে রাজনৈতিক জমি শক্ত করতে কৌশল তৃণমূলের
advertisement

৪৮৩ বুথে হবে কর্মী সম্মেলন। প্রতি বুথের আলাদা আলাদা করে বৈশিষ্ট্য তৈরি করা হয়েছে। কোন বুথে কী কী চাহিদা তৈরি হচ্ছে তার তালিকা। বুথ ঘুরে ঘুরে সম্মেলন থেকে ২৬-এর রোডম্যাপ বানানো হবে। নজরে যে সব এলাকা- নাগরাকাটা, মালবাজার, ফালাকাটা, কালচিনি, মাদারিহাট, কুমারগ্রাম থেকে শুরু হচ্ছে এই রাজনৈতিক কর্মসূচি। এর পাশাপাশি মাটিগাড়া, নকশালবাড়ি ও ফাঁসিদেওয়া-খড়িবাড়ির ৭৮ বুথেও শুরু হচ্ছে এই রাজনৈতিক কর্মসূচি।

advertisement

আরও পড়ুন– রাজ্যের তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি কমতে পারে, সপ্তাহান্তে জাঁকিয়ে শীত?

২০১৯ সালে এই ৪৮৩ বুথের মধ্যে মাত্র ১৫ বুথ জিতেছিল তৃণমূল কংগ্রেস। যদিও ২০২৪ সালে এই বুথের ২৪৪ বুথ জিতে নেয় তৃণমূল কংগ্রেস। শাসক দল চাইছে এই বুথ জয়ের ধারা অব্যাহত রাখতে। আর সেই কারণেই বুথ জয়ে তৃণমূলের তরফে বুথ ধরে ধরে এগোনোর কর্মসূচি নেওয়া হয়েছে।এই বুথকে আবার কার্যত তিন ভাগে ভাগ করা হয়েছে – ভাল বুথ, লড়াইয়ের বুথ, খারাপ বুথ। কিন্তু ভাল বুথ মানেই অতিরিক্ত আত্মবিশ্বাস দেখানো যাবে না। আর খারাপ বুথ মানেই বিশ্বাস হারানো চলবে না।

advertisement

আরও পড়ুন– বরকে দেখামাত্র মুখ নামিয়ে নিলেন কনে, ছুঁতেও রাজি নন, বিয়ের মঞ্চে হুলস্থূল ! ভাইরাল ভিডিও

সেরা ভিডিও

আরও দেখুন
শেষ সুবর্ণ সুযোগ! হাতছাড়া হলে কেঁদে কুল পাবেন না...
আরও দেখুন

যে যে বিষয়ের ওপরে শাসক দল জোর দিচ্ছে – তা হল স্বাস্থ্য ক্ষেত্র বাগান পিছু উন্নত করা, ক্রেশের সংখ্যা আরও বাড়ানো, এর পাশাপাশি জোর দেওয়া হবে বাগানের পিএফ ও গ্র‍্যাচুয়িটি যথাযথ দেওয়ার ব্যাপারে৷ সেই কারণেই আঞ্চলিক পিএফ অফিস ঘেরাওয়ের ডাক দেওয়া হয়েছে। তৃণমূলের শ্রমিক সংগঠনের সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ২০২৫ সালের ৩ জানুয়ারি থেকে যা শুরু হবে, তা লাগাতার এক বছর ধরে চলবে। এমন কোনও একটা দিন থাকবে না, যে দিন চা বাগানে বুথ ধরে ধরে কোনও রাজনৈতিক কর্মসূচি নেওয়া হবে না।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Trinamool Congress: ‘মাদারিহাট মডেল...’ চা বাগানে রাজনৈতিক জমি শক্ত করতে কৌশল তৃণমূলের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল