জয়গাঁ থেকে পাথর বোঝাই করে জলপাইগুড়ির উদ্দেশে আসা একটি ট্রেলার চলন্ত অবস্থায় আচমকাই ভেঙে দুই টুকরো হয়ে যায়। ইঞ্জিন সহ সামনের অংশ একদিকে ছিটকে যায়, পিছনের পাথর বোঝাই ট্রেলারের অংশ মাঝরাস্তায় পড়ে থাকে। ফলে বেশ কিছুক্ষণের জন্য জাতীয় সড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়।
আরও পড়ুনঃ গোসাবা থেকে গদখালি আসছিল ভুটভুটি, মাঝনদীতে যা হল…! জলে লাফ বহু আতঙ্কিত যাত্রীর
advertisement
এলাকাবাসীর দাবি, অতিরিক্ত পাথর বোঝাই করার ফলেই ট্রেলারের মাঝখানের লক ভেঙে যায়। ঘটনাস্থলে তখন পিছন থেকে আরও কয়েকটি ভারী পাথর বোঝাই গাড়ি এবং ছোট ছোট যানবাহন জলপাইগুড়ির দিকে যাচ্ছিল। সামান্য এদিক-ওদিক হলেই বড়সড় প্রাণহানির ঘটনা ঘটতে পারত বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা। সৌভাগ্যবশত, কেউ হতাহত হয়নি।
এই দুর্ঘটনার জেরে ওই এলাকায় দীর্ঘ সময় ধরে যান চলাচল বন্ধ হয়ে থাকে। পরে পুলিশ এসে দুর্ঘটনাগ্রস্ত ট্রেলারটি আটক করে। ওভারলোডিংয়ের কারণে যেমন জাতীয় সড়কের মারাত্মক ক্ষতি হচ্ছে, তেমনই মানুষের প্রাণনাশের সম্ভাবনাও দিন দিন বেড়ে চলেছে বলে অভিযোগ তুলেছেন শহরবাসী।