রবিবার কাশিয়াংয়ের হোমস্টের ছাদ থেকে পড়ে ছাত্রের রহস্যমৃত্যু হয়েছে। কীভাবে ছাদ থেকে পড়ে গেলেন সপ্তনীল, তা এখনও ধোঁয়াশাপূর্ণ। মৃত ছাত্রের পরিবার সূত্রে খবর, কলকাতায় হেরিটেজ কলেজে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করতেন। বাগনানের সামতার বাসিন্দা সপ্তনীল চট্টোপাধ্যায়।
advertisement
মৃতের মায়ের দাবি, সোমবার ভোরে ৫টা নাগাদ বন্ধুর ফোন আসে যে, সপ্তনীলের দুর্ঘটনা ঘটেছে আপনারা তাড়াতাড়ি আসুন। মায়ের দাবি কার্শিয়ংয়ে গিয়েছে ছেলে তাঁর বাড়ির লোক জানতই না। মৃতের পরিবারের দাবি, কীভাবে দুর্ঘটনা ঘটল তা তদন্ত করে দেখা হোক।
দেহ নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে
আরও পড়ুন: বিনোদনের দুনিয়ায় পা রাখলেন অবিকল এক শাহরুখ! ট্রেলারেই বাবার মতো মন জিতে নিলেন আরিয়ান, দেখুন ভিডিও
“৬ জন এসেছিল। তার মধ্যে ৪ জন বান্ধবী এবং ২ জন বন্ধু রয়েছে। জলপাইগুড়িতে দু’দিন ছিল। তারপর ডাউহিলে আসে। ভোর ৫টা ২০ মিনিটের ঘটনা। সিসিটিভিতে দেখা যাচ্ছে ওই পড়ুয়া পড়ে যাচ্ছে। যাঁরা সঙ্গে ছিল, তাঁদের জেরা করা হয়েছে। এখনও কোনও অভিযোগ জমা পড়েনি।” জানালেন দার্জিলিংয়ের অতিরিক্ত পুলিশ সুপার অভিষেক রায়।
সন্তু মালিক
