বরাবরই কংগ্রেসের শক্ত ঘাঁটি ছিল রায়গঞ্জ ৷ স্বাধীনতার পর এই প্রথম কংগ্রেসের হাতছাড়া পুরসভা। এই কেন্দ্র থেকে সিপিআইএম সাংসদ মহম্মদ সেলিম নির্বাচিত হলেও পুরসভা ছিল হাতের দখলে ৷ ভাঙন শুরু হতেই কংগ্রেসীরা ঘর পাল্টে যোগ দেয় জোড়া ফুলে ৷ তৃণমূল ঝড়ে বিধানসভার মতো এখানেও মুখ থুবড়ে পড়ল বাম-কংগ্রেস জোট ৷ কংগ্রেসের ঝুলিতে এসেছে মাত্র দুটি ওয়ার্ড ৷ অন্যদিকে বিজেপি জিতেছে মাত্র একটি আসনে ৷
advertisement
রায়গঞ্জ পুরসভায় ২৭টি ওয়ার্ড
তৃণমূল-২৪, কংগ্রেস-২, বিজেপি-১
তৃণমূল জয়ী ১, ২, ৩, ৫, ৭, ৮ নং ওয়ার্ডে
তৃণমূল জয়ী ৯, ১০, ১১, ১২, ১৩, ১৫, ১৬ নং ওয়ার্ডে
তৃণমূল জয়ী ১৭, ১৮, ১৯, ২০, ২১, ২২ নং ওয়ার্ডে
তৃণমূল জয়ী ২৩, ২৪, ২৫, ২৬, ২৭ নং ওয়ার্ডে
কংগ্রেস জয়ী ৪ ও ১৪ নং ওয়ার্ডে
বিজেপি জয়ী হয়েছে ৬ নং ওয়ার্ডে
ডোমকল তৃণমূলের দখলে, জয়ী জোট প্রার্থীরা যোগ দিলেন জোড়াফুলে
হার বিদায়ী চেয়ারম্যান মোহিত সেনগুপ্তর। ২৬ নং ওয়ার্ডে ৪২ ভোটে হারলেন মোহিত সেনগুপ্ত । ২৭ নং ওয়ার্ডে হার কংগ্রেস নেতা পবিত্র চন্দর।
কংগ্রেস শিবিরের যুক্তি, ব্যাপক ভোট লুঠই তৃণমূলের এই বিপুল জয়ের রহস্য ৷ সন্ত্রাস ও অশান্তির অভিযোগে গত ১৪ তারিখই ১০টি আসনে প্রার্থী প্রত্যাহার করে নেওয় বাম কংগ্রেস জোট ৷