TRENDING:

পথ অবরোধ তোলাকে কেন্দ্র করে SUCI - তৃণমূল সংঘর্ষ

Last Updated:

পথ অবরোধ তোলাকে কেন্দ্র করে SUCI - তৃনমূল সংঘর্ষের ঘটনা ঘটল। বৃহস্পতিবার দুপুরে কোচবিহারের বালিয়ামারিতে এই ঘটনা ঘটেছে। ঘটনায় উভয়পক্ষের ৫ জন জখম হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কোচবিহার : পথ অবরোধ তোলাকে কেন্দ্র করে SUCI - তৃণমূল সংঘর্ষের ঘটনা ঘটল। বৃহস্পতিবার দুপুরে কোচবিহারের বালিয়ামারিতে এই ঘটনা ঘটেছে। ঘটনায় উভয়পক্ষের ৫ জন জখম হয়েছে। এদের মধ্যে ৩ জন কোচবিহার এম যে এন হাসপাতালে চিকিতসাধীন।
advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ১০ টাকা কেজি দরে চাষিদের কাছ থেকে আলু কেনা, হিমঘরে আলুচাষিদের জন্য বণ্ডের ব্যবস্থা করা সহ বিভিন্ন দাবিতে কোচবিহার - মাথাভাঙা সড়কের বালিয়ামাড়িতে পথ অবরোধ করেSUCI। সেই পথ অবরোধ তুলতে গেলে তৃনমূল - বিজেপির মধ্যে সংঘর্ষ বেধে যায়

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

ঘটনায় ৫ জন জখম হুয়। আহতদের কোচবিহার এম যে এন হাসপাতালে নিয়ে আসা হলে ৩ জনকে ভরতি করা হয়। বাকীদের প্রাথমিক চিকিতসার পর ছেড়ে দেওয়া হয়েছে। SUCI নেতা বিপুল ঘোষ বলেন, আমাদের পথ অবরোধ চলাকালীন তৃনমূল হামলা করে। পুলিশের সামনে এই ঘটনা ঘটে। যদিও তৃনমূল কর্মী মাহমুদ হোসেন বলেন, অবরোধ চলাকালীন গন্ডগোল হলে আমাদের প্রাক্তন প্রধান সিরাজুল হক গুরুতর জখম হয়।এদিকে এদিন আহতদের দেখতে হাসপাতালে আসেন তৃনমূল বিধায়ক মিহির গোস্বামী। তিনি বলেন, পথ অবরোধকে ঘিরে ঝামেলা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে কোতয়ালি থানার পুলিশ।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
পথ অবরোধ তোলাকে কেন্দ্র করে SUCI - তৃণমূল সংঘর্ষ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল