প্রসঙ্গত, তৃণমূলের অস্বস্তি বাড়িয়ে সুর দিনদিন আরও চড়াচ্ছেন ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী। ‘এভাবে তৃণমূল সন্ত্রাস চালালে রাজ্যসভায় ভোট দিতে যাব না। সরকার কোনও বিল আনলে সমর্থন করব না’, আক্রান্ত নির্দল প্রার্থীদের পাশে দাঁড়িয়ে হুঁশিয়ারিও দিয়েছিলেন ইসলামপুরের তৃণমূল বিধায়ক। তৃণমূলের ব্লক সভাপতির নেতৃত্বে নির্দল প্রার্থীদের উপর হামলার অভিযোগ করেছিলেন আব্দুল করিম চৌধুরী।
advertisement
আরও পড়ুন: ২১ জুলাইতেই মর্মান্তিক মৃত্যু, ধর্মতলা আজও খোঁজে সহেন্দ্রকে! তৃণমূল মনে রাখল কি?
গত রবিবার উত্তর দিনাজপুরের ইসলামপুর ব্লকের আগডিমটি খুন্তি অঞ্চলের বুধাগছ,দিঘিরপাড় গ্রাম ঘুরে দেখেন বিদ্রোহী এই বিধায়ক। পঞ্চায়েত ভোটে করিম ঘনিষ্ঠরা নির্দল হিসাবে প্রতিদ্বন্দ্বিতায় করায় তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা তাঁদের বাড়িঘর ভাঙচুর করছেন বলে অভিযোগ করেন তিনি।
আরও পড়ুন: ‘মৃত্যুদণ্ডের আবেদন জানাব’, মণিপুরে ২ গণধর্ষিতাকে বিবস্ত্র করে ঘোরানো, মুখ খুললেন মুখ্যমন্ত্রী
বিধায়ক আব্দুল করিম চৌধুরীর অভিযোগ, মুখ্যমন্ত্রীকে বারবার বলা সত্বেও তিনি কোনও পদক্ষেপ করছেন না। এই অত্যাচার বন্ধ না হলে তিনি সরকারের কাজকর্মের বিধোধিতা চালিয়ে যাবেন। এমনকী ওই গ্রামে দাঁড়িয়েই রাজ্যসভা নির্বাচন বয়কট করে বিধানসভার বিল পাশে হাজির না থাকার হুঁশিয়ারি দেন করিম। এরপরই তিনি জানিয়ে দিলেন, ২১ জুলাই ধর্মতলা যাচ্ছেন না তিনি।