ওই তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ, ভূমি ও ভূমি সংস্কার দফতর উচ্ছেদের নোটিস দিলেও তিনি তা উপেক্ষা করেছেন। সরকারি জমি দখল করে কংক্রিটের বিল্ডিং নির্মাণ করে ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন। দিন কয়েক আগে ভূমি ও ভূমি সংস্কার দফতরের তরফে তাঁকে বিল্ডিং ভেঙে সরকারি জায়গা খালি করার নোটিস দেওয়া হয়েছিল।
আরও পড়ুন: বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি হচ্ছেন শুভেন্দু অধিকারী? জল্পনা বাড়িয়ে দিলেন দিলীপ ঘোষ
advertisement
কিন্তু সেই নির্দেশের কোনও পালনই করেননি অনিল দেবনাথ। রীতিমতো সরকারি নির্দেশ অমান্য করেন তিনি। শেষমেশ শনিবার ব্লক ও জেলা প্রশাসনের আধিকারিকরা ওই জায়গায় উপস্থিত হয়ে তৃণমূল নেতার অবৈধ নির্মাণ ভেঙে দেন।
আরও পড়ুন: উত্তরবঙ্গের ৩ জেলার সঙ্গে বিহারের কিছু অংশ মিলিয়ে বাংলা ভাগের চক্রান্ত হচ্ছে: সুখেন্দু শেখর রায়
এই ঘটনায় বেজায় ক্ষুব্ধ ওই তৃণমূল নেতা। যদিও তিনি এ বিষয়ে মুখ খোলেননি। বরং অনিলবাবুর স্ত্রী বেলাদেবী বলেন, ''এই ব্যবসা আমার নামে। কিন্তু আমার স্বামীকে নোটিস দেওয়া হয়েছিল। তাই প্রশাসনের চিঠি নিতে আমি অস্বীকার করেছিলাম। আমরা এ বিষয়ে আইনের দ্বারস্থ হব বলে ঠিক করেছি।'' বিএলএলআরও শুভঙ্কর সাহা এ বিষয়ে মুখ খুলতে চাননি। তিনি কেবল বলেন, ''বিডিও ও ডিএম সাহেব যা বলার বলবেন।''