সভাপতির বিরুদ্ধে বিরোধীদের অক্সিজেন যোগানোর অভিযোগ খাদ্য কর্মাধ্যক্ষের। ব্লক সভাপতিকে না মানারও হুঁশিয়ারি। আলাদা করে দলের প্রতিষ্ঠা দিবস পালন বিক্ষুব্ধদের। বিষয়টি সামনে আসতেই অস্বস্তিতে জেলা সভাপতিও। সুযোগ পেয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বকে কটাক্ষ বিজেপির।
মালদহের হরিশ্চন্দ্রপুরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। হরিশ্চন্দ্রপুরের রশিদাবাদ পঞ্চায়েতে আলাদা করে দলের প্রতিষ্ঠা দিবস পালন করে মঞ্চ থেকে ব্লক সভাপতিকে হুঁশিয়ারি পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ কেরামউদ্দিন আহমেদের। হরিশ্চন্দ্রপুর-১ তৃণমূল ব্লক সভাপতি মানিক দাসকে সরানো না হলে পঞ্চায়েত ভোট ধরাশায়ী হবে তৃণমূল, মন্তব্য বিক্ষুব্ধ নেতাদের।
advertisement
তাঁদের অভিযোগ, অন্য দল থেকে তৃণমূলে এসে সভাপতির পদ পেয়ে বিরোধীদের সঙ্গে আঁতাত করে চলছেন সভাপতি। এই সভাপতিকে না মানার ঘোষণা করেন তাঁরা। মালদহের হরিশচন্দ্রপুরের রশিদাবাদের রানীপুরা এমএসকেতে দলের প্রতিষ্ঠা দিবস পালন করেন ব্লক সভাপতি বিরোধীরা। অন্যদিকে হরিশ্চন্দ্রপুর এক ও দু নম্বর ব্লক নেতৃত্বকে নিয়ে আলাদাভাবে দলের প্রতিষ্ঠা দিবস পালন করেন জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি।
বিক্ষুব্ধ নেতার মন্তব্যকে গুরুত্ব দিতে নারাজ হরিশ্চন্দ্রপুর-১ ব্লক তৃণমূল সভাপতি মানিক দাস। অন্যদিকে ব্লক সভাপতির বিরুদ্ধে খাদ্য কর্মাধ্যক্ষের বিদ্রোহকে 'ব্যক্তিগত মত' বলে এড়িয়ে যান জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি। মতপার্থক্য থাকতে পারে তবে মালদহে তৃণমূলের সকলেই ঐক্যবদ্ধ বলে দাবি করেন জেলা সভাপতি।
যদিও এতে দ্বন্দ্ব মেটেনি। শুধু প্রকাশ্য মঞ্চেই নয়, পরে সংবাদমাধ্যমের সামনেও ব্লক সভাপতিকে আক্রমণ করতে পিছপা হননি তৃণমূলের খাদ্য কর্মাধ্যক্ষ কেরামউদ্দিন আহমেদ। তিনি বলেন, এখনও সময় আছে। পঞ্চায়েত ভোটের আগে ব্লক সভাপতিকে সরানো দরকার। দলীয় প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে আমরা জেলা সভাপতির উদ্দেশ্যে সেই বার্তায় দিয়েছি।
আরও পড়ুন, বছরের শুরুতেই আজ মেগা বৈঠক তৃণমূল কংগ্রেসের, সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কী বলবেন
আরও পড়ুন, ২৫-এর জন্মদিনে তৃণমূল পেল 'নতুন বাড়ি', ক'তলা হচ্ছে ভবন? কী কী ব্যবস্থা থাকছে? জেনে নিন এবার
এদিকে হরিশ্চন্দ্রপুরের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বকে কটাক্ষ করেছে বিজেপি। পঞ্চায়েত ভোট যত এভাবে ততই গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার হবে তৃণমূল বলে প্রতিক্রিয়া বিজেপির।