২৫-এর জন্মদিনে তৃণমূল পেল 'নতুন বাড়ি', ক'তলা হচ্ছে ভবন? কী কী ব্যবস্থা থাকছে? জেনে নিন এবার

Last Updated:

প্রথম দফায় বেসরকারি সংস্থাকে দিয়ে নতুন ভবন তৈরির ভাবনা থাকলেও, পরের দিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দায়িত্ব দেন পুরমন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে। তাঁর তত্ত্বাবধানেই নতুন ভবনের কাজ হবে বলে জানা গিয়েছে।

#কলকাতা: বছরের প্রথম দিন। ২০২২ পেরিয়ে তেইশে পা। ১ জানুয়ারি দিনটা কিন্তু বঙ্গ রাজনীতিতেও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। ১৯৯৮ সালে এদিনই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের নেতৃত্বে জন্ম নিয়েছিল তৃণমূল কংগ্রেস। আজ, ১ জানুয়ারি, তৃণমূলের প্রতিষ্ঠা দিবস। আর এই উপলক্ষে আজই তপসিয়ার পুরনো জায়গায় নতুন ভবন তৈরির কাজ শুরু করল তৃণমূল।
দল প্রতিষ্ঠার প্রায় ৬ বছর পরে ২০০৪ সালে লোকসভা ভোটের ঠিক আগে ৩৬ জি, তপসিয়া রোডে দলীয় কার্যালয় তৈরি করে তৃণমূল। এরপরে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে জয়ের পরে ঠিক হয় তপসিয়ার এই সদর কার্যালয়কে নতুন করে তৈরি করা হবে।
advertisement
advertisement
আরও পড়ুন: কুয়াশায় বর্ষবরণ, বছরের প্রথম দিনেই বাড়ল তাপমাত্রা! আবহাওয়ার বড় আপডেট
১৯৯৮ সালে তৃণমূলের জন্ম হওয়ার পরে ২৫ বছর কেটে গিয়েছে। সময়ের সঙ্গে বেড়েছে তৃণমূল কংগ্রেসের সদস্য এবং দলের শাখা সংগঠনের সংখ্যা। তৃণমূল নেতৃত্ব জানিয়েছেন, দলের এই ব্যাপ্তির কথা মাথায় রেখেই তৃণমূলের সদর দফতরের বহর বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
advertisement
প্রথম দফায় কোনও বেসরকারি সংস্থাকে দিয়ে এই নতুন ভবন তৈরির ভাবনা থাকলেও, পরের দিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দায়িত্ব দেন পুরমন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে। তাঁর তত্ত্বাবধানেই নতুন ভবনের কাজ হবে বলে জানা গিয়েছে।
নতুন বছরের প্রথম দিন দুপুরে ভিতপুজো হয়ে গেল তৃণমূলের এই নতুন ভবনের। পুজোর অনুষ্ঠানে হাজির ছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়, শোভনদেব চট্টোপাধ্যায়, সুব্রত বক্সি, অরূপ বিশ্বাস, সুজিত বোস, মালা রায়, শান্তনু সেন এবং দেবাশিষ কুমার।
advertisement
সূত্রের খবর, নতুন এই তৃণমূল ভবন হবে চার তলা। তা ছাড়া, ভবনে একটি সুলভ ক্যান্টিন তৈরিরও পরিকল্পনা করা হয়েছে। নতুন এই ভবনে দলের শীর্ষ নেতৃত্ব-সহ শাখা সংগঠনের প্রধানদের থাকার জন্য আলাদা আলাদা করে ঘরের বন্দোবস্ত করা হবে। আর থাকবে কনফারেন্স রুম। সেই বড় হলঘরে হবে দলের যাবতীয় বৈঠক।
এই গোটা পরিকল্পনা বাস্তবায়িত করার জন্য পাশের আরও একটি জমি লাগতে পারে বলে তৃণমূল সূত্রের খবর। সে জন্য নাকি ইতিমধ্যেই কথাবার্তা শুরু হয়ে গিয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
২৫-এর জন্মদিনে তৃণমূল পেল 'নতুন বাড়ি', ক'তলা হচ্ছে ভবন? কী কী ব্যবস্থা থাকছে? জেনে নিন এবার
Next Article
advertisement
Jemimah Rodrigues: ‘এই সফরে আমি প্রায় প্রতিদিনই কেঁদেছি, স্বপ্নের মতো মনে হচ্ছে...!’ ফাইনালে উঠে আবেগ্রপ্রবণ জেমাইমা
‘এই সফরে আমি প্রায় প্রতিদিনই কেঁদেছি, স্বপ্নের মতো মনে হচ্ছে...!’: জেমাইমা
  • ‘এই সফরে আমি প্রায় প্রতিদিনই কেঁদেছি’

  • স্বপ্নের মতো মনে হচ্ছে...

  • অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে ওঠার পর আবেগপ্রবণ জেমাইমা

VIEW MORE
advertisement
advertisement