রকি চৌধূরী, মাটিয়ালি: ২০২৬ সালের বিধানসভা ভোটের আগে ডুয়ার্সে শক্তি বৃদ্ধি তৃণমূলের। মাটিয়ালিতে সিপিআইএম, বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন ১১টি পরিবারের প্রায় ৪০ জন।
রবিবার রাতে মাটিয়ালি ব্লকের বিধাননগর গ্রাম পঞ্চায়েতের মুন্সীধূরা এলাকায় ১১ টি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করে। সেখানে বিজেপি ও সিপিআইএম ছেড়ে তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে তুলে নেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন স্মোমিতা কালান্দি, জেলা পরিষদের সদস্য রেজাউল বাকী, মাটিয়ালি পঞ্চায়েত সমিতির সভাপতি হাসান হাবিবুল হোসেন সহ অনেকে।
advertisement
যোগদানকারীরা জানান, তারা আগে তৃণমূল কংগ্রেসে ছিলেন। কিন্তু মনোমালিন্য হওয়ার কারণে অন্য দলে যোগ দেন। নিজেদের ভুল বুঝতে পেরে তারা আবার তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন।
ব্লক তৃণমূল কংগ্রেসের স্মোমিতা কালান্দি বলেন, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে প্রত্যেকটি বুধ শক্তিশালী করা হবে। সোমবার ১১টি পরিবার যোগদান করল তৃণমূলে। আগামী দিনে আরও যোগদান হবে বলে দাবি তৃণমূলের।